ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় লঞ্চ হবে Oppo A9, জেনে নিন এর বিশেষত্ব

গত মাসে ওপ্পো তাদের ঘরোয়া মার্কেট চীনে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন Oppo A9 লঞ্চ করেছিল। কিন্তু এখন খবর পাওয়া গেছে কোম্পানি আগামী 30 মে থেকে শুরু হ‌ওয়া ICC Cricket World Cup 2019 চলাকালীন ভারতে Oppo A9 স্মার্টফোনটি লঞ্চ করবে।

Redmi 7 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, আজ থেকে শুরু ওপেন সেল

জানা গেছে কোম্পানি ভারতে Oppo A9 এর দুটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করবে। একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি থাকবে এবং অপর ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। তবে চীনে ফোনটির 4 জিবি ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আছে। সেখানে দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি।

ডিজাইন
Oppo A9 এর ডিজাইন অনেকটা ভারতে লঞ্চ হ‌ওয়া Oppo F11 Pro এর মতোই। এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোটোয় ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে যা ব‍্যাক প‍্যানেলে মাঝামাঝি ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই সেট‌আপের ঠিক নিচেই ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং ফ্ল‍্যাশ লাইটের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। Oppo A9 এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে।

48 মেগাপিক্সেল ক‍্যামেরা ও দুর্দান্ত ফিচারের সঙ্গে এলো Resmi Note 7S, জেনে নিন দাম

স্পেসিফিকেশন
Oppo A9 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.70 শতাংশ। Oppo A9 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে চীনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 এর সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য Oppo A9 এ 2.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Oppo A9 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Oppo A9 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vodafone ইউজাররা এক বছর ধরে প্রতিদিন পাবেন 1.5 জিবি ডেটা বিনামূল্যে, জেনে নিন কিভাবে?

Oppo A9 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য কোম্পানি এতে গেম বুস্ট 2.0 মোড যোগ করেছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here