Home খবর এবার হবে বিনোদনের বিস্ফোরণ! রিলিজ হচ্ছে Mission Majnu, Chhatriwali সহ এই ফিল্ম এবং সিরিজগুলি

এবার হবে বিনোদনের বিস্ফোরণ! রিলিজ হচ্ছে Mission Majnu, Chhatriwali সহ এই ফিল্ম এবং সিরিজগুলি

মাসে যেন মনোরঞ্জনের মেলা বসতে চলেছে। যেসব দর্শকরা বাড়িতে বসে নতুন মুভি এবং ওয়েব সিরিজ উপভোগ করতে চান তাদের জন্য এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু ফিল্ম এবং সিরিজ রিলিজ হতে চলেছে। বাড়িতে বসে খুব সহজেই ইউজাররা তাদের স্মার্টফোন, ল্যাপটপ বা টিভির মাধ্যমে এই ফিল্ম এবং সিরিজগুলি দেখতে পারবেন। এই সপ্তাহে Sidharth Malhotra এর ফিল্ম Mission Majnu ছাড়াও ওটিটিতে মুক্তি পাচ্ছে Rakul Preet Singh অভিনীত Chhatriwali। নিচে এই সপ্তাহে ওটিটিতে রিলিজ হওয়া মুভি এবং সিরিজের বিস্তারিত লিস্ট দেওয়া হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A24, 4G মডেলের সাথে মার্কেটে ধামাকার জন্য তৈরি Samsung 

New OTT releases this week

Mission Majnu

সিদ্ধার্থ মলহোত্রা এবং রশ্মিকা মন্দানা অভিনীত ‘মিশন মজনু’ ফিল্মটি একটি স্পাই থ্রিলার ফিল্ম। এই মুভিতে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আগের এবং তৎকালীন পটভূমির কাহিনী দেখানো হয়েছে। আজ অর্থাৎ 20 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম Netflix এ এই ফিল্মটি রিলিজ করা হবে।

Chhatriwali

রকুল প্রীত সিং অভিনীত ‘ছাত্রিওয়ালি’ একটি রোম্যান্টিক কমেডি ড্রামা ফিল্ম এবং এর কাহিনী মূলত সুরক্ষিত যৌন শিক্ষা। এই সিনেমার মুখ্য চরিত্র কেমিস্ত্রি জিনিয়াস সানিয়া ঢিংরার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রকুল প্রীত সিংকে। তিনি একটি কন্ডোম কম্পানিতে কাজ করেন। আজ অর্থাৎ 20 জানুয়ারি থেকে এই মুভিটি ZEE5 এ স্ট্রিম করা হবে। আরও পড়ুন: 120km রেঞ্জসহ লঞ্চ হল HOP Leo ইলেকট্রিক স্কুটার, দাম 1 লাখেরও কম 

Jhansi Season 2

গতকাল অর্থাৎ 19 জানুয়ারি জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ড্রামা সিরিজ ‘ঝান্সি’র দ্বিতীয় পার্ট রিলিজ হয়ে গেছে। ডিজনি প্লাস হটস্টারে Jhansi Season 2 স্ট্রিম করা হচ্ছে।

Indu Season 2

বাংলার অত্যন্ত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Hoichoi তে আজ অর্থাৎ 20 জানুয়ারি থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দু’র দ্বিতীয় সিজন স্ট্রিম করা হবে। এই সিরিজে বিভিন্ন মুখ্য ভূমিকায় Ishaa Saha, Suhotra Mukhopadhyay, Chandraniv Mukhopadhyay, Manali Manisha Dey এদের মতো তুখোড় কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। আরও পড়ুন: Krafton এর লেটেস্ট আপডেটে BGMI ফ্যানদের বেড়ে গেল হার্টবিট, জেনে নিন কারণ  

Kaapa

কেরলের তিরুবন্তপুরমের ওপর ভিত্তি করে নির্মিত এটি একটি ক্রাইম অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ফিল্মের মুখ্য চরিত্র পি এন মধুকুমার ওরফে কোট্টা মধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। হতকাল অর্থাৎ 19 জানুয়ারি থেকে এই ছবিটি Netflix এ স্ট্রিম করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন