জেনে নিন ইন্টারনেট কানেকশনের স্পিড টেস্ট করার সবথেকে সহজ উপায়

ভারতে Airtel 5G Plus এবং Jio Ture 5G-এর নিজস্ব পরিষেবা শুরু হয়ে গেছে। 1 অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে 5G চালু করেছেন, তারপর Airtel দেশের 8 টি শহরে 5G পরিষেবা শুরু করে দিয়েছে। অন্যদিকে, রিলায়েন্স জিও 6 অক্টোবর থেকে পাঁচটি শহর থেকে তাদের 5G পরিষেবা শুরু করেছে। 5G শুরু হওয়ার পর থেকে টেলিকম কোম্পানিগুলো বলছে যে তাদের ইউজাররা হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন। যদি আপনার এলাকায় 5G থাকে, তাহলে আমি আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনি আপনার ইন্টারনেটের স্পিড পরীক্ষা করতে পারবেন। আরও পড়ুন: কিভাবে পাওয়া যাবে 4G SIM-এ 5G সার্ভিস, জেনে নিন বিস্তারিত

কীভাবে ইন্টারনেটের স্পিড পরীক্ষা করবেন?

ইন্টারনেট এখন সব ঘরে ঘরে পৌঁছে গেছে। এই অবস্থায় ইন্টারনেট স্পিড নিয়ে প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে। আপনিও যদি আপনার ইন্টারনেট কানেকশনের ইন্টারনেট স্পিড টেস্ট করতে চান তাহলে আমি আপনাদের এমন কিছু স্মার্ট উপায় বলব যার সাহায্যে আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপে এক নিমেষে ইন্টারনেটের স্পিড টেস্ট করতে পারবেন। এই পোস্টে আমি আপনাদের স্মার্টফোন এবং ল্যাপটপ থেকে কীভাবে ইন্টারনেটের স্পিড পরীক্ষা করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানাবো।

ইন্টারনেট স্পিড টেস্ট

ইন্টারনেট স্পিড চেক করার জন্য ফোন বা ল্যাপটপের ব্রাউজারে ইন্টারনেট স্পিড টাইপ করতে হবে। আরও পড়ুন: Tripling Trailer: আবার তুলকালাম করতে আসছে ভাই-বোনের এই ত্রয়ী, দেখে নিন কি হবে নতুন সিজনে

এখানে আপনি গুগল সার্চ বক্সে প্রথম অপশনটিতেই গুগলের ইন্টারনেট স্পিড টেস্টের ভিজিট বক্স দেখতে পাবেন।

এই বক্সে, আপনাকে ‘Run Speed Test’ এ ক্লিক করতে হবে, তারপরে আপনি আপনার ইন্টারনেট কানেকশনের ডাউনলোড এবং আপলোড স্পিড চেক করতে পারবেন। আরও পড়ুন: Ola S1 Pro নাকি Vida V1 Pro, জেনে নিন কোন ই-স্কুটারটি বেশি শক্তিশালী

পাশাপাশি, আপনি fast.com বা speedtest.net এর মতো ওয়েবসাইট থেকেও আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড টেস্ট করতে পারবেন।

স্মার্টফোনেও ইনস্টল করা যাবে অ্যাপ

আপনি যদি ফোনের ব্রাউজার থেকে ইন্টারনেটের স্পিড চেক করতে না চান, তাহলে আপনি আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করতে পারেন। এর জন্য, আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে Ookla App ইনস্টল করতে পারেন। ইন্টারনেটের স্পিড টেস্ট করার জন্য এটি নির্ভরযোগ্য অ্যাপ। এই অ্যাপটি এখন পর্যন্ত 100 মিলিয়নেরও বেশি বার ইনস্টল করা হয়েছে। আরও পড়ুন: 101 টাকায় পাওয়া যাচ্ছে এই Vivo মোবাইল, জেনে নিন পুরো স্কিম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here