লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে Qualcomm লঞ্চ করবে তাদের গেমিং স্মার্টফোন

বর্তমানে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি ক্রমশ বেড়েই চলেছে এবং ট্রেন্ড বজায় রেখে মোবাইল ফোন প্রস্ততকারী কোম্পানিগুলি এমন ফোন লঞ্চ করছে যা ইউজারদের সুন্দর গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এবার একটি নতুন রিপোর্ট অনুযায়ী চিপসেট নির্মাণকারী কোম্পানি কোয়ালকম তাদের নিজস্ব গেমিং স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবে কোম্পানি আগামী 1 ডিসেম্বর একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টে কোম্পানি তাদের Snapdragon 875 SoC লঞ্চ করবে। আশা করা হচ্ছে এই ইভেন্টেই কোম্পানি তাদের স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করবে।

আরও পড়ুন: 13MP ট্রিপল ক‍্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO A15, জেনে নিন কবে লঞ্চ

টেক ওয়েবসাইট Digitimes ইন্ডাস্ট্রি সোর্স থেকে পাওয়া তথ্য থেকে জানিয়েছে কোয়ালকম আসুসের সঙ্গে হাত মিলিয়ে একটি গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে এই আগামী ফোনটি কোয়ালকমের ব্র‍্যান্ডিঙে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের প্রধান অংশগুলি আসুস তৈরি করবে।

যেহেতু ফোনটি আসুস ও কোয়ালকম এক সঙ্গে এই প্রোজেক্টটি তৈরি করছে তাই ফোনটি Republic of Gamers এর অধীনে পেশ করার সম্ভাবনাও রয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবিষয়ে সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়।

আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে 4GB র‍্যামযুক্ত LG W31, লিস্টেড হল ওয়েবসাইটে

কিছু দিন আগে Nividia ARM কেনার কথা জানিয়েছিল। আশা করা হচ্ছে Nividia তাদের ডিজাইন থেকে GeForce ব্র‍্যান্ডিঙের মালী জিপিইউ রিপ্লেস করতে পারে। অন‍্যদিকে স্ন‍্যাপড্রাগন 875 SoC তে অ্যাড্রিনো সিরিজের জিপিইউ দেখা যেতে পারে।

জানিয়ে রাখি ASUS কয়েক দিন আগে ভারতে তাদের ROG Phone 3 এর একটি নতুন র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ASUS ROG Phone 3 এর এই নতুন ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আগামী 16 অক্টোবর থেকে এই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে 52,999 টাকা দামে সেল করা হবে। প্রসঙ্গত ফোনটি আগে দুটি ভেরিয়েন্টে সেল করা হতো। যার মধ্যে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 57,999 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here