12 হাজার টাকার কম দামে লঞ্চ হবে Realme 12x 5G স্মার্টফোন, জেনে নিন কতটা আলাদা হবে 11x ফোনের থেকে

2 এপ্রিল ভারতের বাজারে Realme 12 সিরিজের আরও একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানি ফোনটিকে Realme 12x 5G নামে নিয়ে আসছে। তবে ফোনটি লঞ্চ হতে এখনও কিছু দিন বাকি আছে, তার আগেই ওয়েবসাইটে এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন লিস্টেড হয়েছে। এই ফোনটি আগের 11x ফোনের চেয়ে কতটা আলাদা হবে তা বলা হয়েছে। এই পরিবর্তন করার পরও কপানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি আগের মডেলের চেয়ে কম দাম হবে। চলুন এক নজরে দুটি ফোনের পার্থক্য এবং নতুন 12x 5G স্মার্টফোনের দাম দেখে নেওয়া যাক।

Realme 12x 5G এবং 11x 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির ওয়েবসাইটে দুটি ফোনের স্পেসিফিকেশন সহ পার্থক্য দেখানো হয়েছে। নীচে ফটোর মাধ্যমে এই ফোনের ডিটেইলস দেখানো হল।

ডিসপ্লে: কনফর্ম হল এই Realme 12x 5G স্মার্টফোনটিতে 6.72-ইঞ্চির সহ FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 950 নিটস ব্রাইটনেস এবং ইন ওয়াটার স্মার্ট টাচ দেওয়া হবে। তবে আগের Realme 11x মডেলে 680 নিটস ব্রাইটনেস সহ 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছিল।

প্রসেসর: Realme 12x 5G এবং Realme 11x 5G স্মার্টফোনটিতে কোম্পানি একইরকম MediaTek Dimensity 6100 প্রসেসর দেওয়া হয়েছে। তবে 12x ফোনটিতে পরিবর্তন করে পাফরমেন্স আরও ভালো করার জন্য কুলিং ভেপার চেম্বার থাকবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু 12x ফোনটিতে আগের মডেলে থাকা 33W চার্জিং এর পরিবর্তে ফাস্ট চার্জের জন্য 45W চার্জিং টেকনোলজি সহ লঞ্চ করা হবে।

ক্যামেরা: কনফর্ম হল Realme 12x 5G ফোনটিতে কোম্পানি AI টেকনোলজি এবং 50MP ক্যামেরা সহ পেশ করবে। তবে 11x ফোনটিতে 64- মেগাপিক্সেল ক্যামেরা ছিল। তবে দুটি ফোনের ক্যামেরার মধ্যে পার্থক্য আছে, কিন্তু নতুন মডেলটিতে আরও ভালো ফটো তোলার জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ওএস: নতুন Realme 12x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ আসতে চলেছে। তবে realme 11x অ্যান্ড্রয়েড 13 সহ ছিল।

অন্যান্য: Realme 12x 5G স্মার্টফোনটিতে ইউজাররা এয়ার চেম্বার এবং ডায়নামিক বাটন সহ ডুয়াল স্পিকার সাপোর্ট দেওয়া হবে। এরসাথেই জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য IP54 রেটিং থাকবে। যা আগের 11x মডেলে ছিল না।

ওজন এবং ডায়মেনশন: Realme 12x 5G স্মার্টফোনটি আগের মডেলের চেয়ে আরও বেশি স্লিক 7.69mm ডায়মেনশনে হবে। তবে Realme 11x ফোনটিতে 7.9mm পাতলা ছিল।

Realme 12x 5G এবং 11x 5G এর দাম

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে নতুন Realme 12x 5G স্মার্টফোনটি 12,000 টাকা দামের কমে লঞ্চ করা হবে। যা আগের মডেল 11x ফোনটি 14,999 টাকা থেকে 3 হাজার টাকা কম হবে। তবে,এবার দেখা যাবে 2 এপ্রিল কত মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here