9999।টাকা দামে লঞ্চ হল Realme 5i এর নতুন ভেরিয়েন্ট, ফোনে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা

আজ ভারতে রিয়েলমি Realme 6 Pro এবং Realme 6 নামে দুটি নতুন ফোন লঞ্চ করেছে। আগামী 11 মার্চ থেকে ভারতে Realme 6 সিরিজের সেল শুরু হবে এবং এই সিরিজের বেস ভেরিয়েন্ট মাত্র 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি নতুন ফোন লঞ্চের সঙ্গে সঙ্গে গত জানুয়ারি মাসে লঞ্চ করা তাদের লো বাজেট স্মার্টফোন  Realme 5i এর একটি নতুন ভেরিয়েন্ট পেশ করেছে। কোম্পানি এই ফোনটির একটি নতুন স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে যার ইতিমধ্যে সেল শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: BSNL রিভাইস করল তাদের 551 টাকার প্রিপেইড প্ল‍্যান, প্রতিদিন পাওয়া যাবে 5GB হাই স্পীড ডেটা

কোম্পানি দুই মাস আগে ভারতে 4 জিবি র‍্যামের সঙ্গে Realme 5i ফোনটি লঞ্চ করেছিল। 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরিযুক্ত Realme 5i ফোনটি কোম্পানির পক্ষ থেকে 8,999 টাকা দামে সেল করা হত। এবার কোম্পানি এই ফোনটির 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ভেরিয়েন্টেও 4 জিবি র‍্যাম আছে। Realme 5i এর এই 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত নতুন ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে এই নতুন ভেরিয়েন্টটি Aqua Blue এবং Forest Green কালার ভেরিয়েন্টে কোম্পানির ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টে সেল করা শুরু হয়ে গেছে।

Realme 5i 

কোম্পানি তাদের Realme 5i ফোনটি 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ মিনিড্রপ নচের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3+ ব‍্যবহার করা হয়েছে। Realme 5i ফোনটি কালার ওএস 6.1 যুক্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ রোগ করা হয়েছে।

আরও পড়ুন: 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Huawei P40 Lite E

ফোটোগ্রাফির জন্য Realme 5i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX386 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme 5i তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme 5i একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5i তে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here