প্রকাশ্যে এল Realme C65 স্মার্টফোনের ডিজাইন, ইমেজ শেয়ার করেছে ব্র্যান্ড হেড, জেনে নিন লঞ্চ ডেট

4 এপ্রিল রিয়েলমি তাদের Realme C65 স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই সি সিরিজের আপকামিং ফোনটি আন্তর্জাতিক স্তরে ভিয়েতনামে পেশ করা হবে। একই সঙ্গে ব্র্যান্ড হেড তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইমেজ শেয়ার করেছেন। ফলে এই ফোনটির ডিজাইন সামনে এসে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির টিজার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্ক।

Realme C65 এর ডিজাইন

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্র্যান্ড হেডের শেয়ার করা ইমেজে Realme C65 ফোনটি এর আগের মডেলের চেয়ে অনেকটাই আলাদা দেখা গেছে। একই সঙ্গে টিজারে ফোনটিকে অনেকটা অন্যতম টেক  ব্র্যান্ড স্যামসাঙের ফোনের মতো দেখা গেছে।
  • স্মার্টফোনটির ব্যাক প্যানেলে রেকট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে ভারটিক্যাল প্যাটার্নে তিনটি সেন্সর আছে। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা এবং অন্য সেন্সর দেওয়া হতে পারে। একই সঙ্গে  একটি এলইডি ফ্ল্যাশ দেখা গেছে।
  • এই ফোনটির ব্যাক প্যানেলে যথেষ্ট শাইনি ডিজাইন দেখা গেছে এবং নিচের দিকে Realme ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে।
  • এই Realme C65 স্মার্টফোনটিকে ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে দেখা গেছে।

Realme C65 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এখনও পর্যন্ত Realme C65 স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এটি এফএইচডি প্লাস রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ বাজারে আসতে পারে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট সহ লঞ্চ হতে পারে।
  • স্টোরেজ: এই Realme C65 স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি সহ 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • ওএস: এই আপকামিং স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়ালমি UI 5.0 সহ পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here