রিয়েলমির নতুন হাতিয়ার: 5G ও অন‍্যান‍্য উল্লেখযোগ্য ফিচারের সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Realme GT, প্রতিযোগিতায় Xiaomi

রিয়েলমি আজ তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হিসেবে Realme GT 5G লঞ্চ করে দিয়েছে। লঞ্চের আগে ফোনটি সম্পর্কে এত লিক ও রিপোর্ট পাওয়া গেছে যে মার্কেটে আসার আগেই ফোনটি অজস্র ফ‍্যান ফলোয়িং বানিয়ে নিয়েছে। স্বয়ং কোম্পানি জানিয়েছে Realme GT 5G লঞ্চের আগেই ফোনটির 10 লক্ষের‌ও বেশি ইউনিট রিজার্ভ করা হয়েছিল।

আরও পড়ুন: শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয়

ডিজাইন

কোম্পানি তাদের এই নতুন ফ্ল‍্যাগশিপ ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে যা ডিসপ্লের ওপরের দিকে বাঁদিকের কোণায় অবস্থিত। Realme GT 5G এর নিচের প‍্যানেলে লাউড স্পীকার, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। Realme GT 5G এর ব‍্যাক প‍্যানেলে একটি লম্বা এল‌ইডি মডিউলের সঙ্গে রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এছাড়া কোম্পানি ফোনটির Vegan Leather Edition পেশ করেছে। এই এডিশনের লুক ও ডিজাইন Realme GT 5G এর মতোই, তবে এতে লেদার ফিনিশ ব‍্যাক প‍্যানেল রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে হলুদ রঙের লেদার ফিনিশের ওপর একটি কালো রঙের গ্লাস প‍্যানেল যথেষ্ট ক্লাসি লুক দেয়। ফোনটির থিকনেস 8.4 এম‌এম এবং ওজন 186 গ্ৰাম।

120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

Realme GT 5G তে পাঞ্চ হোল কাট‌আউটসহ এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন 1000 নিটস পীক ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড।

আরও পড়ুন: মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল Redmi Note 10, এতে আছে 48MP ক‍্যামেরা, 6GB RAM ও 5000mAh ব‍্যাটারী

গেমিঙের জন্য লিকুইড কুলিং সিস্টেম

এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে। এই টেকনোলজি ফোনে হেভি গ্ৰাফিক্সের গেম খেলা বা দীর্ঘক্ষণ ফোন ব‍্যবহারের সময় ফোন ঠান্ডা রাখে। VC কুলিং গেমের সময় সময় ফোন হ‍্যাং হ‌ওয়া বাঁচানোর পাশাপাশি ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ‌ও ভালো রাখে। এক কথায় গেমিঙের জন্য এই ফোনটি অনবদ্য।

শক্তিশালী প্রসেসিং

প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 888 5G SoC এর সঙ্গে Adreno 660 GPU দেওয়া হয়েছে। স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে 25 শতাংশ পর্যন্ত ফাস্ট CPU পারফরম্যান্স ও 35 শতাংশ পর্যন্ত ফাস্ট GPU পারফরম্যান্সের সঙ্গে 7.5GBps পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। এছাড়া এতে 12GB LPDDR5 RAM এর সঙ্গে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। Realme GT 5G তে একটি GT মোড রয়েছে যা গেমের পারফরম্যান্স বাড়ায়।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Realme GT 5G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। এই ক‍্যামেরায় PureRaw মোড, AI সেলফি, 4K 60fos ভিডিও রেকর্ডিং এর সঙ্গে অন‍্যান‍্য আকর্ষণীয় ফিচার আছে।

আরও পড়ুন: আছাড় মারলে এবং পড়ে গেলেও ভাঙবে না Samsung এর আপকামিং Galaxy Xcover 5, লঞ্চের আগে চলে এল গুগলে

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল মোড 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়াও এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, স্টেরিও স্পীকার, ডলবি অ্যাটমস ও হাই রেস অডিও ফিচার রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme GT 5G তে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম ও সেল

চীনে Realme GT 5G এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 2,799 (প্রায় 31,400 টাকা) এবং 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,299 (প্রায় 37,000 টাকা) রাখা হয়েছে। আগামী 10 মার্চ থেকে ফোনটি ব্লু ও সিলভার কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here