আপনি যদি সুন্দর ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চান এবং বাজেটও খুব বেশি নয় তবে আপনার জন্য ভালো খবর আছে। খুব তাড়াতাড়ি ভারতে কম রেঞ্জের অনেকগুলি 64 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলির দাম 12 হাজার টাকা থেকে 25 হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। স্যামসাং থেকে শুরু করে শাওমি ও রিয়েলমি পর্যন্ত এই লিস্টে ইতিমধ্যে নাম লিখিয়েছে। আমরা এমন পাঁচটি 64 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যা শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।
আরও পড়ুন: আছাড় মারলে এবং পড়ে গেলেও ভাঙবে না Samsung এর আপকামিং Galaxy Xcover 5, লঞ্চের আগে চলে এল গুগলে
1. Xiaomi Redmi Note 10 Pro
শাওমি ভারতে তাদের Redmi Note 10 Pro ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন যেমন অসাধারণ তেমনই এর দামও আবার খুব বেশি নয়। এই ফোনটি Qualcomm Snapdragon 732G চিপসেটে রান করে ও এতে 6GB এবং 8GB RAM দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে। শীঘ্রই ভারতে ফোনটির সেল শুরু হয়ে যাবে।
2. Samsung Galaxy A52
ভারতে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A52 ফোনটি পেশ করা হবে এবং এই ফোনটি ইম্প্রেস করবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি এই ফোনে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি অসাধারণ ক্যামেরা যোগ করবে। খবর পাওয়া গেছে এই ফোনটি Qualcomm Snapdragon 730G চিপসেটে রান করবে এবং এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। আশা করা হচ্ছে এতে 8 জিবি র্যাম থাকবে। Samsung Galaxy A52 ফোনটি 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার সঙ্গে পেশ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
আরও পড়ুন: 108MP ক্যামেরা, 8GB RAM ও 5020mAh ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 10 Pro Max
3. Realme 8
রিয়েলমি কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছে কোম্পানি শীঘ্রই তাদের Realme 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। যদিও কোম্পানি আগেই ঘোষণা করে দিয়েছে তাদের রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে তবে আশা করা হচ্ছে Realme 8 মডেলে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তাছাড়া 64 মেগাপিক্সেলের ক্যামেরা সম্পর্কে রিয়েলমি আগে থেকেই যথেষ্ট অ্যাক্টিভ।
4. Vivo V21
ভিভো শীঘ্রই তাদের ‘ভি’ সিরিজে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই সিরিজে Vivo V21 লঞ্চ করতে পারে এবং এই ফোনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা যোগ করার সম্ভাবনা আছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এর আগের Vivo V20 সিরিজে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে এবং এবারও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে।
5. Motorola Moto G30
এই মাসেই মোটোরোলা তাদের কম দামের Motorola Moto G30 লঞ্চ করতে চলেছে। এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়া এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট ও 6 জিবি র্যাম দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন