Realme আনছে ‘Q’ সিরিজের নতুন স্মার্টফোন, 13 অক্টোবর হতে পারে লঞ্চ

রিয়েলমি তাদের নতুন ‘Q’ সিরিজে নতুন স্মার্টফোন Realme Q2 আগামী 13 অক্টোবর লঞ্চ করতে পারে। GizmoChina এর রিপোর্ট থেকে এই কথা জানা গেছে। অন‍্যদিকে Digital Chat Station নামের এক টিপস্টার ওয়েইবোতৈ পোস্টের মাধ্যমে জানিয়েছেন রিয়েলমি কিউ সিরিজের এই ফোনটি একটি 5জি স্মার্টফোন হবে এবং এতে ওএল‌ইডি ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হবে। এছাড়া মনে করা হচ্ছে এই ফোনটি Realme UI 2.0 তে কাজ করবে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত Huawei P Smart 2021

গত বছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি তাদের কিউ সিরিজে ফোন লঞ্চ করেছিল। আশা করা হচ্ছে আপকামিং ফোনটি গত বছর পেশ করা ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হবে। আপাতত এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে কোম্পানির এক্সিকিউটিভ এই মাসে স্মার্টফোন লঞ্চের আভাস দিয়েছিলেন।

কিছু দিন আগে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট Xu Qi Chase বলেছিলেন অক্টোবর মাসে রিয়েলমি ইউআই 2.0 এর সঙ্গে নতুন ফোন লঞ্চ করা হবে। এছাড়া RMX2117 RMX2173 মডেল নাম্বারের দুটি স্মার্টফোন চীনের রেগুলেটরি ওয়েবসাইট TENAA তে লিস্টেড হয়েছিল। মনে করা হচ্ছে এই ফোনদুটি রিয়েলমি কিউ এবং রিয়েলমি এক্স সিরিজে পেশ করা হবে।

আরও পড়ুন: লিক হল সস্তা POCO C3 এর রিটেইল বক্স, জানা গেছে দাম

Realme Q2 এর স্পেসিফিকেশন

রিয়েলমি কিউ সিরিজের আগামী স্মার্টফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.43 ইঞ্চির এইচডি+ ওএল‌ইডি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এতে 6 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হতে পারে। ফোটোগ্রাফির জন্য রিয়েলমি কিউ সিরিজের আগামী ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে এবং এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। এছাড়া এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ডুয়েল সেল ব‍্যাটারী থাকার সম্ভাবনা আছে।

SOURCE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here