Jio এর 555 টাকার প্ল‍্যান এবং Airtel এর 558 প্ল‍্যান, জেনে নিন কোনটি বেশি লাভজনক

ভারতীয় টেলিকম সেক্টরে বর্তমানে যে প্রতিযোগিতা চলছে তা কারোর চোখের আড়ালে নেই। বেশি সংখ্যক গ্ৰাহক আকর্ষণ করার জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি কম দামে বেশি বেনিফিট দেওয়ার সঙ্গে সঙ্গে একে অন‍্যকে সব সময় টেক্কা দিয়ে চলেছে। দেশের অন‍্যতম বড় দুটি টেলিকম কোম্পানি Reliance Jio এবং Bharti Airtel শুরু থেকেই এই প্রতিযোগিতায় অন‍্যদের থেকে এগিয়ে রয়েছে। যখন কোনো একটি নেটওয়ার্ক বেছে নেওয়ার কথা ওঠে তখন সাধারণ মানুষ বিভ্রান্ত থাকেন এই ভেবে যে তারা Jio নেবেন নাকি Airtel এর সঙ্গে যোগ দেবেন। এই দুটি কোম্পানির কাছেই একাধিক আকর্ষণীয় প্ল‍্যান আছে, কিন্তু বর্তমানে Reliance Jio এর 555 টাকা এবং Airtel এর 558 টাকা দামের প্ল‍্যানদুটি যথেষ্ট সমালোচিত হচ্ছে। যদি আপনিও আর পাঁচ জনের মতো এই প্ল‍্যানদুটির ব‍্যাপারে কনফিউজড হয়ে থাকেন যে কোন প্ল‍্যানটি বেশি লাভজনক হবে তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আমরা Reliance Jio এর 555 টাকা এবং Airtel এর 558 টাকার প্ল‍্যানদুটির মধ্যে তুলনামূলক আলোচনা করতে চলেছি।

আরও পড়ুন : এসে গেল TikTok এর জন্য নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

দাম

এই দুটি প্ল‍্যান‌ই দামের দিক থেকে 500 টাকার ওপরের বাজেটে পড়ে। Reliance Jio এর পক্ষ থেকে পেশ করা প্ল‍্যানটির দাম 555 টাকা এবং Bharti Airtel এর কাছে যে প্ল‍্যানটি আছে তার দাম 558 টাকা। অর্থাৎ Airtel এর প্ল‍্যানটির দাম Jio এর প্ল‍্যানের তুলনায় 3 টাকা বেশি। 

ভ‍্যালিডিটি

Reliance Jio এবং Bharti Airtel উভয় কোম্পানির পেশ করা এই প্ল‍্যানদুটি দীর্ঘকালীন মেয়াদের জন্য পেশ করা হয়েছে। অর্থাৎ কোনো ব‍্যাক্তি একবার এই প্ল‍্যান রিচার্জ করলে পরবর্তী আড়াই মাসেরও বেশি সময় কোনো নতুন রিচার্জ ছাড়া এই প্ল‍্যান উপভোগ করতে পারবেন। Jio এর 555 টাকার প্ল‍্যানটির দাম 84 দিন এবং Airtel এর 558 টাকার প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 82 দিন। অর্থাৎ Jio এর প্ল‍্যানটি রিচার্জ করলে সেটি Airtel এর প্ল‍্যানের চেয়েও 2 দিন বেশি চলবে। 

আরও পড়ুন : এখন 30 সেকেন্ড ধরে আপনার ফোনে রিং হবে : ট্রাইয়ের আদেশ

ইন্টারনেট ডেটা

আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো প্ল‍্যান রিচার্জ করার আগে সবার আগে ইন্টারনেট ডেটার পরিমাণ‌ই দেখা হয়। Reliance Jio তাদের 555 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা দিচ্ছে। অর্থাৎ 84 দিনের পুরো ভ‍্যালিডিটি মিলিয়ে মোট 168 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। অন‍্যদিকে Airtel তাদের 558 টাকার প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা দিচ্ছে। অর্থাৎ 82 দিনের ভ‍্যালিডিটিতে মোট 246 জিবি 4জি ডেটা উপভোগ করা যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে Airtel এর প্ল‍্যানে Jio এর তুলনায় বেশি লাভ পাওয়া যাচ্ছে। 

ভয়েস কলিং

Reliance Jio এবং Bharti Airtel তাদের গ্ৰাহকদের ফ্রি আনলিমিটেড ভয়েস কলিঙের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু Jio এর প্ল‍্যানে অন নেটওয়ার্ক কল সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া গেলেও অফ নেট কলের জন্য কোম্পানির পক্ষ থেকে মাত্র 3,000 মিনিট দেওয়া হয়েছে। Airtel তাদের ইউজারদের এখনও পর্যন্ত ভয়েস কল পরিষেবা সম্পূর্ণ ফ্রি রেখেছে। এই প্ল‍্যানে অন নেট ও অফ নেট উভয় ক্ষেত্রে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করা যায়। 

আরও পড়ুন : দাম কমল Vivo Y91 এবং Y91i এর, সমস‍্যায় পড়বে Xiaomi ও Realme

কোন প্ল‍্যানটি বেশি লাভজনক?

Reliance Jio এর প্ল‍্যানটি Bharti Airtel এর প্ল‍্যানের তুলনায় 3 টাকা সস্তা হলেও Airtel এর 558 টাকার প্ল‍্যানটি Jio এর 555 টাকার প্ল‍্যানের তুলনায় যথেষ্ট বেশি লাভজনক। ডেটার দিক থেকে Airtel এর প্ল‍্যানে Jio এর প্ল‍্যানের তুলনায় প্রতিদিন 1 জিবি বেশি 4জি ডেটা পাওয়া যায়। হিসাব করলে দেখা যাবে Airtel এর প্ল‍্যানটিতে Jio এর প্ল‍্যানের থেকে মোট 78 জিবি বেশি ডেটা পাওয়া যাচ্ছে। 

এক‌ইভাবে Jio এর নাম্বারে IUC থাকায় ভয়েস কল সম্পূর্ণভাবে বিনামূল্যে করা যাবে বললে ভুল বলা হবে। অন‍্যদিকে Airtel ইউজার‍রা বিনামূল্যে আনলিমিটেড কল উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি Jio ইউজার‍রা যদি PayTm মারফত রিচার্জ করলে 555 টাকার প্ল‍্যানে 50 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here