Home খবর 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির শক্তিসহ মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল Redmi 12C স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির শক্তিসহ মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল Redmi 12C স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

Xiaomi সাব-ব্র্যান্ড Redmi ভারতীয় মার্কেটে Redmi Note 12 এবং Redmi 12C এই দুটি ফোন লঞ্চ করেছে। এই দুটি ফোনই লো বাজেট স্মার্টফোন। আজকের এই পোস্টে আপনাদের Redmi 12C-এর ডিটেইল জানানো হল। এই Redmi ফোনটি 5GB ভার্চুয়াল র‍্যাম এবং 50MP ডুয়াল ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজের জন্য প্রস্তুত এই সব সিনেমা এবং সিরিজ

Redmi 12C স্মার্টফোনের দাম

ভারতের মার্কেটে এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের বেস মডেলটি 4GB RAM এবং 64GB স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে, অন্যদিকে টপ মডেলটি 6GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 8,999 টাকা এবং 10,999 টাকা। 6 এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হবে। ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 500 টাকা ছাড় পাওয়া যাবে।

Redmi 12C স্মার্টফোনের স্পেসিফিকেশন

Redmi 12C স্মার্টফোনটি 20.6:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত, যা 1650×720 পিক্সেল রেজলিউশনসহ 6.71 ইঞ্চি HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি 500নিটস ব্রাইটনেস, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং রিডিং মোডের মতো ফিচার সাপোর্ট করে। Redmi 12C ফোনটি IP52 রেটযুক্ত যা এটিকে স্প্ল্যাশপ্রুফ করে তোলে। আরও পড়ুন: সুখবর! UPI ট্রানজেকশনে কোনো চার্জ লাগবে না, সরকারের তরফে স্পষ্ট করা হল পুরো বিষয়

Redmi 12C Android 12 বেসড MIUI 13-এ কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.0GHz ক্লক স্পিডে কাজ করে। এই Redmi মোবাইলটি 5GB ভার্চুয়াল র‍্যাম টেকনোলজি সাপোর্ট করে, যার ফলে ফোনটি 6GB ইন্টারনাল র‍্যামের সাথে যুক্ত হয়ে 11GB র‍্যাম পারফরম্যান্স প্রদান করে।

ফটোগ্রাফির জন্য Redmi 12C স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের একটি প্রাথমিক সেন্সর রয়েছে যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: UPI পেমেন্ট একদম ফ্রি থাকবে, শুধুমাত্র PPI লেনদেন চার্জ করা হবে! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

Redmi 12C একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচারও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ডায়মেনশন হল 68.76×76.41×8.77mm এবং ওজন 192 গ্রাম। এই ফোনে 3.5mm জ্যাকের মতো ফিচারও পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন