24,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung এর সবচেয়ে শক্তিশালী ফোন Galaxy S21 Ultra 5G, জেনে নিন কবে, কোথায় ও কিভাবে কিনবেন

স‍্যামসাং তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন গ‍্যালাক্সি এস21 আল্ট্রা লঞ্চের এক মাস পর‌ই ফোনটি কম দামে সেল করতে শুরু করে দিয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা এই ফোনটি কেনার পরিকল্পনা করেও এর দাম দেখে পিছিয়ে আসতে বাধা হয়েছেন, তাদের জন্য ফোনটি কেনার এটি সুবর্ণ সুযোগ। যদি কখনও আপনিও এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন তবে আজ পর্যন্ত সবচেয়ে কম দামে এখনই ফোনটি কিনে নিতে পারেন। আমাজন ইন্ডিয়াতে আয়োজিত ‘Fab Phones Fest’ উপলক্ষে ফোনটি 24,000 টাকা কম দামে সেল করা হচ্ছে।

আরও পড়ুন: OnePlus 9 লঞ্চের আগেই জেনে নিন কি কি ফিচার থাকবে এই শক্তিশালী ফোনে

কোথা থেকে কিনবেন?

শপিং সাইট আমাজনে ‘Fab Phones Fest’ আয়োজন করা হয়েছে। এই ফেস্ট 22 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যা চলবে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সেলে Samsung Galaxy S21 Ultra 5G ফোনটি 24 হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় ছাড়ের সঙ্গে কেনা যাচ্ছে।

কত টাকায় পাবেন?

মনে করিয়ে দিই, Samsung Galaxy S21 Ultra 5G এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,05,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন সীমিত সময়ের জন্য ফোনটির এই 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 81,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে।

আরও পড়ুন: এলজি লঞ্চ করল তিনটি নতুন স্মার্টফোন LG W41, W41+ ও W41 Pro, এই নন চাইনিজ ফোনে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন

কোম্পানির Samsung Galaxy S21 Ultra 5G তে 3200 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির কোয়াড এইচডি+ এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এ কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 2100 চিপসেট যোগ করা হয়েছে। এই চিপসেট 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং ডুয়েল মোড 5জি সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S21 Ultra 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এফ/4.9 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের সেকেন্ডারি টেলিফোটো লেন্স রয়েছে।

আরও পড়ুন: চলে এল প্রিমিয়াম ডিজাইনযুক্ত Realme GT 5G এর ফার্স্ট লুক, 64MP ক‍্যামেরার সঙ্গে আসবে মার্কেটে

Samsung Galaxy S21 Ultra 5G এর ক‍্যামেরা সেট‌আপ 100এক্স স্পেস জুম ও 10এক্স + 3এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ফেস ডিটেকশন টেকনিকযুক্ত ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 40 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy S21 Ultra 5G তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফ্ল‍্যাগশিপ ফোনটি ফ‍্যান্টম ব্ল‍্যাক ও সিলভার কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here