ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার

টেক জগতে কানাঘুষো চলছে মোটোরোলা শীঘ্রই মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Motorola G100 নামে লঞ্চ করা হতে পারে যা Nio কোডনেমের সঙ্গে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পট করা হয়েছে। MySmartPrice এর একটি রিপোর্ট অনুযায়ী, এই আপকামিং ফোনটিই মোটোরোলা এজ এসের গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে পেশ করা হবে। মনে করিয়ে দিই গত মাসে কোম্পানি এজ এস ফোনটি স্ন‍্যাপড্রাগন 870 চিপসেট, 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে চীনে লঞ্চ করেছিল। এবার গীকবেঞ্চ লিস্টিঙে Motorola G100 এর কিছু স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি সত‍্যিই এজ এসের ভেরিয়েন্ট।

আরও পড়ুন: এলজি লঞ্চ করল তিনটি নতুন স্মার্টফোন LG W41, W41+ ও W41 Pro, এই নন চাইনিজ ফোনে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

Motorola G100 এর স্পেসিফিকেশন

গীকবেঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী Motorola G100 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটের সঙ্গে 8 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। এই স্পেসিফিকেশনগুলি দেখে মনে করা হচ্ছে Motorola Edge S ফোনটি গ্লোবাল মার্কেটে Motorola G100 নামে পেশ করা হবে। কারণ, এই এক‌ই চিপসেট ও 8 জিবি র‍্যামের সঙ্গে ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে।

গীকবেঞ্চে Motorola G100 ফোনটি সিঙ্গেল কোরে 957 এবং মাল্টি কোরে 2815 পয়েন্ট পেয়েছে। এছাড়া বিখ্যাত টিপস্টার Evan Blass ও জানিয়েছেন Motorola Edge S ফোনটি আন্তর্জাতিক স্তরে G100 নামে পেশ করা হবে।

আরও পড়ুন: চলে এল প্রিমিয়াম ডিজাইনযুক্ত Realme GT 5G এর ফার্স্ট লুক, 64MP ক‍্যামেরার সঙ্গে আসবে মার্কেটে

Motorola G100 ফোনটি সত‍্যিই মোটোরোলা এজ এসের গ্লোবাল ভার্সন হলে উভয় ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন এক ধরনের হবে। অর্থাৎ Motorola G100 এ 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত FHD+ রেজলিউশন ও HDR10 সাপোর্টেড 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ফোনে 5জি কানেক্টিভিটির পাশাপাশি 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়াও এই ফোনে হেডফোন জ‍্যাক, IP52 রেটিং ও 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

দাম

চীনে মোটোরোলা এজ এসের 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত বেস ভেরিয়েন্টের দাম CNY 1,999 (প্রায় 22,500 টাকা)। আশা করা হচ্ছে ভারচেও ফোনটির দাম এর আশেপাশেই হবে। ফোনটির বিষয়ে আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here