গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K40, শক্তিশালী প্রসেসর ও বড় ব‍্যাটারীর সঙ্গে 25 ফেব্রুয়ারি হবে লঞ্চ

চীনে আগামী 25 ফেব্রুয়ারি Redmi K40 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে রেডমি কে40 এবং রেডমি কে40 প্রো স্মার্টফোন পেশ করা হবে। আরও জানা গেছে এই আপকামিং সিরিজে ছোট পাঞ্চ হোল কাট‌আউট ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া একটি পোস্টার থেকে সিরিজের প্রো মডেল সম্পর্কে জানা গেছে এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হবে। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Redmi K40 ফোনটি M2012K11AC মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে, ফলে লঞ্চের আগেই Redmi K40 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

আরও পড়ুন: এখন আরও সস্তা দামে কেনা যাবে বাজেট ক‍্যাটাগরির Redmi 9 Prime, জেনে নিন নতুন দাম

গীকবেঞ্চের সোর্সকোড অনুযায়ী এই ফোনে ব‍্যবহৃত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেট সর্বোচ্চ 3.19 গিগাহার্টস পর্যন্ত স্পীডে কাজ করতে পারবে। এর থেকে বোঝা যায় এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 প্রসেসর দেওয়া হবে। সিঙ্গেল কোর টেস্টে ফোনটি 1016 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 3332 পয়েন্ট পেয়েছে। এছাড়া আগেই বলেছি Redmi K40 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেখা যাবে। Redmi K40 তে কোম্পানির পক্ষ থেকে 8 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

আমাদের পাওয়া নতুন তথ্য অনুযায়ী Redmi K40 তে স‍্যামসাঙের AMOLED E4 ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এর ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। ফোনের ডিসপ্লে সাইজ হবে 6.6 ইঞ্চি। এই ফোনটির ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট ও ফুল এইচডি+ রেজলিউশনে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi K40 তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,520 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই জানা গেছে OnePlus 9 Pro এবং OnePlus 9E এর সমস্ত স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে

আগের রিপোর্ট অনুযায়ী এই ফোনে ডায়মেনসিটি 1100 / 1200 অথবা আপকামিং স্ন‍্যাপড্রাগন 7 সিরিজের কোনো চিপসেট দেওয়া হবে। অফিসিয়ালি Redmi K40 এর চিপসেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, এন‌এফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হতে পারে।

জানা গেছে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে এবং সিরিজের সবকটি ফোন 5জি কানেক্টিভিটিতে কাজ করবে। দুর্ভাগ‍্যবশত এখনও পর্যন্ত Redmi K40 সিরিজ সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি। তবে লঞ্চের যেহেতু আর মাত্র দুই দিন বাকি তাই সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন জানতে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here