লঞ্চ হল Redmi Note 12R 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Highlights

  • চীনে লঞ্চ হল নতুন রেডমি স্মার্টফোন,
  • এতে রয়েছে Snapdragon 4 Gen 2 চিপসেট।
  • চারটি মেমরি ভেরিয়েন্টে এই ফোন সেল করা হবে।

শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের হোম মার্কেট চীনে Redmi Note 12R নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেটযুক্ত স্মার্টফোন। এটি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন এবং এটি সম্প্রতি মার্কেটে পেশ করা হয়েছে। এই পোস্টে রেডমি নোট 12আর 5জি ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চ হল Nokia G42 5G স্মার্টফোন, সুন্দর স্টাইলের সঙ্গে আছে দারুণ স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

Redmi Note 12R এর স্পেসিফিকেশন

  • 6.79″ FHD+ 90Hz Display
  • Qualcomm Snapdragon 4 Gen 2
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Rear Camera
  • 18W 5,000mAh Battery

স্ক্রিন: রেডমি নোট 12আর 5জি ফোনটিতে 6.79 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন যোগ করা হয়েছে। এই পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিনটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

মেমরি: চীনে Redmi Note 12R ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। এই মডেলগুলিতে 128GB এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। আরও পড়ুন: 2023 এর জুন মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy F54, Moto Razr 40 Ultra সহ একাধিক ধামাকাদার ফোন, জেনে নিন দাম এবং ফিচার

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা স্নস্র এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh এর ব্যাটারি যোগ করা হয়েছে এবং দ্রুত চার্জিঙের জন্য এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 12R এর দাম

চীনের মার্কেটে রেডমি নোট 12আর 5জি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM +128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম CNY 999 (প্রায় 11,300 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্ট CNY 1099 (প্রায় 12,400 টাকা) এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেল CNY 1499 (প্রায় 16,900 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজসহ CNY 1799 (প্রায় 20,300 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আরও পড়ুন: আর মাত্র একদিন! 30 জুন শেষ হবে প্যান-আধার লিঙ্কের ডেডলাইন, জেনে নিন লিঙ্ক করার সম্পূর্ণ প্রসেস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here