98 টাকা কম দামে Jio-এর দ্বিগুণেরও বেশি ডেটা পাওয়া যায় BSNL-এর এই প্ল‍্যানে

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের ইউজারদের সুবিধার জন্য সব বাজেটের প্রিপেইড ও পোস্টপেইড প্ল‍্যান লঞ্চ করে রেখেছে। তবে কোম্পানির কিছু প্ল‍্যান এমন‌ও আছে যেগুলি দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এর কাছে মাত খায়। আজ আমরা এই ধরনের কোম্পানির জিও এবং বিএস‌এন‌এলের 90 দিন ভ‍্যালিডিটির দুটি প্ল‍্যানের তুলনা করতে চলেছি। রিলায়েন্স জিও কয়েক দিন আগেই 90 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানটি 597 টাকা দামে লঞ্চ করেছে। এই প্ল‍্যানটিকে আবার বিএস‌এন‌এলের 499 টাকা দামের প্ল‍্যানটির সঙ্গে কড়া প্রতিযোগিতায় নামতে হবে।

Jio-এর 90 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান

  • রিলায়েন্স জিওর 90 দিন ভ‍্যালিডিটি সম্পন্ন প্ল‍্যানের দাম 597 টাকা।
  • এই প্ল‍্যানটি কয়েক দিন আগেই কোম্পানির No Daily Limit প্ল‍্যান ক‍্যাটাগরিতে পেশ করা হয়েছে।
  • এই প্ল‍্যানে 75 জিবি ডেটা পাওয়া যায়, যা কোনো লিমিট ছাড়াই ব‍্যবহার করা যায়।
  • এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং বিনামূল্যে জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।

BSNL-এর 90 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান

  • বিএস‌এন‌এলের এই 90 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যানের দাম 499 টাকা।
  • এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 180 জিবি ডেটা উপভোগ করা যায়।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায়।
  • এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানে বিনামূল্যে BSNL Tunes ও Zing সার্ভিস পাওয়া যায়।

কোন প্ল‍্যানে বেশি বেনিফিট?

এই দুটি প্ল‍্যানের তুলনা করলে দেখা যায়, 98 টাকা কম দাম দিয়েও বিএস‌এন‌এলের প্ল‍্যানে এক‌ই ভ‍্যালিডিটি ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এছাড়াও বিএস‌এন‌এলের প্ল‍্যানে 115 জিবি বেশি ডেটা উপভোগ করা যায়। আবার জিওর প্ল‍্যানে কোনো দৈনিক ভ‍্যালিডিটি না থাকায় এটিও কিছু ইউজারদের সুবিধার কারণ হতে পারে। তবে সব দিক থেকে তুলনা করলে জিওর প্ল‍্যানটির তুলনায় বিএস‌এন‌এলের প্ল‍্যানের বেনিফিট বেশি।

টেলিফোন সাবস্ক্রাইবারদের সংখ্যা হলো 120.1 কোটি

কয়েক দিন আগে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই তাদের রিপোর্টে জানিয়েছে মার্চ মাসে জিও 79 লক্ষ নতুন গ্ৰাহক পেয়েছে। এর ফলে কোম্পানির মোট ইউজার সংখ্যা হয়ে গেছে 42.29 কোটি। অন‍্যদিকে, জানা গেছে এই বছরের মার্চ মাসে দেশে টেলিফোন সাবস্ক্রাইবারদের সংখ্যা মাসিক ভিত্তিতে 1.12 শতাংশ বেড়ে 120.1 কোটি হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here