জিও এয়ারটেলকে আবার টক্কর দিল, 120 টাকায় পাওয়া যাবে 84 জিবি 4জি ডেটা

কয়েক দিন আগে এয়ারটেল 399 টাকায় প্রতিদিন 3 জিবি ডেটার নতুন প্ল্যান পেশ করেছে। এরপর শোনা গেছে এই প্ল‍্যানটি জিওর থেকেও সস্তা। এবার জিও ডবল ধামাকা অফার পেশ করে এয়ারটেলকে কড়া জবাব দিয়েছে। এর সঙ্গে কোম্পানি তাদের সবচেয়ে কম দামে ইন্টারনেট সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি বজায় রেখেছে। মুকেশ আম্বানির রিলায়েন্স জিও তাদের ট‍্যারিফে পরিবর্তন করেছে এবং ডবল ধামাকা নামে এই অফার পেশ করেছে।

মূলত জিও তাদের প্ল্যান পরিবর্তন করেছে। এবং কিছু প্ল্যান আপডেট করেছে। এই আপডেটের পর আগের প‍্যাকে এক আধ জিবি নয় বরং পুরো 1.5 জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন 1.5 জিবি এক্সট্রা ডেটা তাও সম্পূর্ণ বিনামূল্যে।

জিওর পক্ষ থেকে তাদের 28 দিন বা তার বেশি ভ‍্যালিডিটির সব প্ল্যান আপডেট করেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 149 টাকার প্ল্যানে আগে প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা পাওয়া যেত সেখানে এখন 3 জিবি করে ডেটা পাওয়া যাবে। এক‌ই ভাবে 198 টাকায় 2 জিবি ডেটা পাওয়া যেত সেখানে এখন 3.5 জিবি ডেটা পাওয়া যাবে।

জিওর 149 টাকা, 349 টাকা এবং 449 টাকার প্ল্যানে আগে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যেত সেখানে এখন থেকে 3 জিবি করে ডেটা পাওয়া যাবে।

জিওর 198 টাকা, 398 টাকা, 448 টাক এবং 498 টাকার প্ল্যানে আগে 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যেত কিন্তু এখন থেকে 3.5 জিবি করে 4জি ডেটা পাওয়া যাবে।

প্রতিদিন 3 জিবি করে দেওয়া জিওর 299 টাকার প্ল্যানে এবার 4.5 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাবে।

এক‌ই ভাবে জিওর 509 টাকার প্ল্যানে আগে 4 জিবি প্রতিদিন পাওয়া যেত এবার 5.5 জিবি করে পাওয়া যাবে।

জিওর 799 টাকার প্ল্যানে 5 জিবির বদলে এখন থেকে 6.5 জিবি করে ডেটা প্রতিদিন পাওয়া যাবে।

এই অফার শুধুমাত্র কয়েক দিনের জন্য উপলব্ধ করা হয়েছে। আগামী 12ই জুন থেকে 30শে জুনের মধ্যে যারা রিচার্জ করবেন শুধু তারাই এই অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন। জিও কাস্টমার মাই জিও অ্যাপ থেকেও তাদের নাম্বার রিচার্জ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here