30শে আগস্ট হবে জিওফোন 2 এর দ্বিতীয় ফ্ল‍্যাশ সেল, প্রথম সেলে মিনিটের মধ্যে হয়ে গেল স্টক আউট

জিও ফ‍্যানদের দীর্ঘ প্রতিক্ষার পর শেষ পর্যন্ত রিলায়েন্সের দ্বিতীয় 4জি ফিচার ফোন জিওফোন 2 প্রথম বার সেলের মাধ্যমে বিক্রি হল। কোম্পানি আগেই জানিয়েছিল ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বিক্রি হবে। কিন্তু জিও ফ‍্যানরা যে ভয়টা পাচ্ছিল সেটাই হল। কয়েক মিনিটের মধ্যে ফোনটির সমস্ত স্টক শেষ হয়ে যায় এবং ফোনটির ওপর সোল্ড আউটের বোর্ড লেগে যায়। তবে প্রথম ফ্ল‍্যাশ সেলের কয়েক ঘন্টার মধ্যেই কোম্পানি জিওফোন 2 এর দ্বিতীয় ফ্ল‍্যাশ সেলের ঘোষণা করে। 30শে আগস্ট জিওফোন 2 এর দ্বিতীয় ফ্ল‍্যাশ সেলের আয়োজন করা হবে।

রিলায়েন্স জিও জানিয়েছে জিওফোন 2 এর দ্বিতীয় ফ্ল‍্যাশ সেল 30শে আগস্ট দুপুর 12টা থেকে শুরু হবে। এই ফ্ল‍্যাশ সেলেও প্রথম ফ্ল‍্যাশ সেলের মতোই সব পদ্ধতি ফলো করতে হবে। কয়েক মিনিটের মধ্যে স্টক আউট হ‌ওয়া জিওফোন 2 সম্পর্কে কোম্পানি এখনও পর্যন্ত জানায়নি যে প্রথম ফ্ল‍্যাশ সেলে কত ইউনিট বিক্রি হয়েছে এবং দ্বিতীয় ফ্ল‍্যাশ সেলে কত ইউনিট বিক্রির আয়োজন করা হচ্ছে।

কিভাবে করবেন জিওফোন বুকিং
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট http://www.jio.com বা মাই জিও অ্যাপের মাধ্যমে জিওফোন 2 এর বুকিং করা যাবে। ওয়েবসাইট থেকে বুকিং করলে সেখানে জিওফোন 2 এর ফ্ল‍্যাশ সেলের ব‍্যানার দেখা যাবে সেখানে ক্লিক করতে হবে। অথবা https://www.jio.com/en-in/jiophone2 এই লিঙ্কে ক্লিক করে সরাসরি বুকিং পেজে যেতে পারেন। 30শে আগস্ট দুপুর 12টা থেকে বুকিং বাটন অ্যাক্টিভ হয়ে যাবে।

মাই জিও অ্যাপ থেকে বুকিং করতে হলে অ্যাপ ওপেন করার পর দ্বিতীয় অপশনে জিওফোন 2 দেখা যাবে। সেখানে ক্লিক করলে নতুন উইন্ডো খুলে যাবে এবং সেখান থেকেই বুক করা যাবে। সবচেয়ে বড় কথা এই ফ্ল‍্যাশ সেলের জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি সরাসরি সেলে অংশগ্রহণ করতে পারবেন।

কত দিনে পাওয়া যাবে ফোন
কোম্পানির কথা অনুযায়ী বুকিঙের 5-7 দিনের মধ্যে ফোনটি পাওয়া যাবে। তবে কোনো কারণে ফোনটি পেতে কয়েক দিন দেরিও হতে পারে বলে জানানো হয়েছে।

প্ল‍্যান
জিওফোন 2 এর সঙ্গে কোম্পানি কোনো নতুন প্ল‍্যান ঘোষণা করেনি। জিওফোনের সঙ্গে যে প্ল‍্যান ছিল সেই একই প্ল‍্যান জিওফোন 2 এর সঙ্গেও পাওয়া যাবে। কোম্পানি এই ফোনের সঙ্গে তিনটি প্ল‍্যানের উল্লেখ করেছে। প্রথম প্ল‍্যানটি 49 টাকার যেখানে 28 দিনের জন্য 1 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। 28 দিন পর্যন্ত কোনো দৈনিক বৈধতা ছাড়াই এই ডেটা ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এছাড়া 50টি ফ্রি এস‌এম‌এসের সুবিধাও পাওয়া যাবে।

কোম্পানির দ্বিতীয় প্ল‍্যান 99 টাকার এবং এই প্ল‍্যানের বৈধতাও 28 দিন। এই প্ল‍্যানে 14 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। এছাড়া আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে মোট 300 এস‌এম‌এস বিনামূল্যে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here