8GB RAM, 5000mAh ব‍্যাটারী, 32MP সেলফি এবং 64MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A72

স‍্যামসাং আজ ভারতের মার্কেটে নতুন ডিভাইস লঞ্চ করেছে। একটি বা দুটি নয়, এক সঙ্গে তিনটি নতুন স্মার্টফোন মডেল পেশ করা হয়েছে। কোম্পানির ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে Samsung Galaxy A52 4G, Samsung Galaxy A52 5G এবং Samsung Galaxy A72 নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে একটি ফোন 4জি ও 5জি উভয় কানেক্টিভিটিসম্পন্ন। Samsung Galaxy A52 ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন। চলুন জেনে নেওয়া যাক শক্তিশালী Samsung Galaxy A72 এর ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: জেনে নিন BSNL এর ব‍্যালেন্স ও ডেটা চেক করার পদ্ধতি

লুক ও ডিজাইন

Samsung Galaxy A72 ফোনটি কোম্পানির পক্ষ থেকে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে যা বেজলের থেকে একটু দূরে অবস্থিত। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস এবং নিচের দিকে সামান্য চিন পার্ট আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে।

এই ক‍্যামেরা সেট‌আপে ভার্টিক‍্যাল শেপে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এর পাশে চতুর্থ সেন্সর ও ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন রয়েছে এবং নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। Samsung Galaxy A72 ফোনটির ডায়মেনশন 77.4 × 165.0 × 8.4 এম‌এম এবং ওজন 203 গ্ৰাম। কোম্পানি এই ফোনে IP67 রেটিং যোগ করেছে যা একে জল ও ধূলোর হাত থেকে বাঁচায়।

আরও পড়ুন: 22 মার্চ লঞ্চ হবে Vivo Y72 5G স্মার্টফোন, 64MP রেয়ার ও 32MP সেলফি ক‍্যামেরার সঙ্গে থাকবে 8GB RAM

ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A72 তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানি এই ডিসপ্লের নাম রেখেছে ইনফিনিটি ও ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। উল্লেখ্য এই ফোনে আই কেয়ার টেকনিক রয়েছে যা দীর্ঘক্ষণ ফোন ব‍্যবহার করার সময় চোখকে সুরক্ষিত রাখে।

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A72 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাঙের ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর (ডুয়েল 2.3 গিগাহার্টস + হেক্সা 1.8 গিগাহার্টস) প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করেছে। এই ভেরিয়েন্টগুলিতে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে যা 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: কেমন হবে Mi 11 Lite এর ডিজাইন? দেখে নিন লুক

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A72 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 3এক্স অপটিক্যাল জুম সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে।

Samsung Galaxy A72 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, সিকিওর ওয়াই নক্স, ডলবি অ্যাটমস স্পীকার ও স্মার্ট থিং ফাইন্ডের মতো সুন্দর সুন্দর ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি Awesome Blue, Awesome Violet, Awesome Black ও Awesome White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here