Samsung এর বাজিমাত: লঞ্চ করল 8GB RAM ও 4500mAh ব‍্যাটারীযুক্ত Galaxy A52, সঙ্গে আছে 5G কানেক্টিভিটির ক্ষমতা

স‍্যামসাং আজ টেক জগতে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের Samsung Galaxy A52 এবং Samsung Galaxy A72 স্মার্টফোন লঞ্চ করেছে। গত বছর থেকে এই দুটি ফোন সম্পর্কে ক্রমাগত লিক এসেই চলেছে এবং অবশেষে আজ সেসবের চির সমাপ্তি ঘটেছে।  কোম্পানি তাদের Samsung Galaxy A52 ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করেছে। অন‍্যদিকে Samsung Galaxy A72 ফোনটির শুধুমাত্র 4জি মডেল পেশ করা হয়েছে। এই পোস্টে আমরা Samsung Galaxy A52 ফোনটি সম্পর্কে কথা বলব। কোম্পানির নতুন Samsung Galaxy A72 ফোনটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: 22 মার্চ লঞ্চ হবে Vivo Y72 5G স্মার্টফোন, 64MP রেয়ার ও 32MP সেলফি ক‍্যামেরার সঙ্গে থাকবে 8GB RAM

সুন্দর লুক

ডিজাইনের দিক থেকে Samsung Galaxy A52 ফোনটির 4জি ও 5জি দুটি মডেলই এক। কোম্পানির পক্ষ থেকে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট যোগ করা হয়েছে। এই পাঞ্চ হোল ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে নিচের দিকে কিছুটা বডি পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এক লাইনে তিনটি ক‍্যামেরা সেন্সর ও এর পাশে চতুর্থ সেন্সর এবং ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। Samsung Galaxy A52 ফোনটির ডায়মেনশন 75.1 × 159.9 × 8.4 এমএম এবং ওজন 189 গ্ৰাম। কোম্পানির তরফ থেকে ফোনটি Awesome Black, Awsome White, Awesome Blue এবং Awesome Violet কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটি ওয়াটার ও ডাস্ট প্রুফ তৈরি করা হয়েছে।

অসাধারণ ডিসপ্লে

Samsung Galaxy A52 ফোনটির 4জি মডেলে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত FHD প‍্যানেল এবং ফোনটির 5জি মডেলে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই হাই কোয়ালিটি, ইউজার ফ্রেন্ডলি এবং ফাস্ট স্মার্টফোনে কোনো বাধা বা অসুবিধা ছাড়াই ব্রাউজিং, বিঞ্জ ওয়াচ, গেমিং, একাধিক অ্যাপ ব‍্যবহারের মতো অনেক কিছু করা যাবে। ফোনটির দুটি মডেলেই 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কেমন হবে Mi 11 Lite এর ডিজাইন? দেখে নিন লুক

ক‍্যামেরার কামাল

সুন্দর ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A52 এর 4জি ও 5জি ভেরিয়েন্টে এক রকমই ক‍্যামেরা আছে। এই ফোনে ব‍্যাক প‍্যানেলে চারটি এবং ফ্রন্ট প‍্যানেলে একটি মোট পাঁচটি ক‍্যামেরা সেন্সর আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে দেওয়া কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

র‍্যাম ও স্টোরেজ

Samsung Galaxy A52 ফোনটি তিনটি র‍্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 5জি মডেলে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। অন‍্যদিকে Samsung Galaxy A52 এর 4জি মডেলে 4GB / 6GB / 8GB র‍্যামের সঙ্গে 128GB / 256GB স্টোরেজ আছে।

আরও পড়ুন: আসতে চলেছে Realme Narzo 30, ভারতে লঞ্চ হবে 4G ও 5G উভয় মডেল

দুর্দান্ত প্রসেসর

Samsung Galaxy A52 4G/5G তে অক্টাকোর (ডুয়েল 2.2 গিগাহার্টস + হেক্সা 1.8 গিগাহার্টস) প্রসেসর দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ফোনে ব‍্যবহৃত চিপসেটের নাম জানানো হয়নি।

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

এই ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্সর ও পোর্ট আছে। এতে এক্সেলেরোমিটার, গ্ৰিপ সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর ও প্রক্সিমিটি সেন্সরের সঙ্গে 5জি ও এলটিই কানেক্টিভিটি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে হেডফোনের সঙ্গে ডলবি অ্যাটমস ফিচার পাওয়া যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A52 তে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে এবং কোম্পানি জানিয়েছে এই ব‍্যাটারী একবার ফুল চার্জ করলে দুই দিন পর্যন্ত ব‍্যাক‌আপ দিতে সক্ষম। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 3.1 এ কাজ করে।

আরও পড়ুন: সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ

দাম

Samsung Galaxy A52 এর 5জি মডেলের প্রাথমিক দাম £249.00 (প্রায় 18,900 টাকা) রাখা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে সবকটি ভেরিয়েন্টের দাম ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে শীঘ্রই ভারতেও Samsung Galaxy A52 ফোনটি লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here