ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হলো Samsung Galaxy A80, লঞ্চ হবে 15 জুন

গত সপ্তাহে আমরা স‍্যামসাঙের সবচেয়ে নতুন ও স্টাইলিশ স্মার্টফোন Samsung Galaxy A80 এর ভারতীয় দাম সম্পর্কে জানিয়েছিলাম। আমরা বলেছিলাম কোম্পানি আগামী 15 জুন ভারতে এই ফোনটি লঞ্চ করবে এবং ফোনটির দুটি ভেরিয়েন্ট সেল করা হবে। আজ Samsung তাদের Galaxy A80 এর লঞ্চের খবর জানিয়ে দিয়েছে। স‍্যামসাং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Samsung Galaxy A80 এর ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছে।

দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Wide4 ও Galaxy Jean2, জেনে নিন দাম

Samsung যদিও এখনও পর্যন্ত Galaxy A80 এর লঞ্চ ডেট সম্পর্কে জানায়নি তবে কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Galaxy A80 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। এই প্রোডাক্ট পেজে Samsung Galaxy A80 এর ফুল স্পেসিফিকেশনের সঙ্গে “নোটিফাই মি” অপশন দেওয়া হয়েছে। এখানে ইউজার তাঁর নাম, ফোন নাম্বার ও ইমেইল আইডি দিয়ে নিজেকে Samsung Galaxy A80 এর জন্য রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করা ইউজারদের ফোনের লঞ্চ ডেট ও অন‍্যান‍্য সম্পর্কিত তথ্য সবার আগে জানানো হবে। এই পেজটি লাইভ করার পর স্পষ্ট বোঝা যাচ্ছে Samsung Galaxy A80 খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।

91মোবাইলস এক্সক্লুসিভ কভারেজ
Samsung তাদের Galaxy A80 মধ্য দিয়ে বিশ্বের প্রথম রোটেটিং স্লাইডার প‍্যানেলযুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি আগামী 15 জুন ভারতে তাদের Galaxy A সিরিজের এই অভিনব স্মার্টফোনটি লঞ্চ করে দেবে। ভারতে Samsung Galaxy A80 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। প্রথম ভেরিয়েন্টের দাম 39,990 টাকা রাখা হবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 44,990 টাকার বিনিময়ে কেনা যাবে। সবচেয়ে বড়ো কথা লঞ্চের আগে Samsung ভারতের পাঁচটি শহরে Galaxy A80 Exclusive Preview Event এর আয়োজন করবে।

লঞ্চের আগেই সামনে এলো Samsung Galaxy M40 এর ফুল স্পেসিফিকেশন, ভারতে আসছে 11 জুন

ডিজাইন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের এই নতুন স্মার্টফোন শুধুমাত্র স‍্যামসাঙের জন্য নয় বরং গোটা বিশ্বের সমস্ত স্মার্টফোন কোম্পানির মধ্যে সবচেয়ে আলাদা ও বিশেষ। শুধুমাত্র ডিজাইনের পরিবর্তন এই ফোনটিকে বেস্ট সেলফি ফোন বানিয়ে দিয়েছে। এতদিন পপ আপ ক‍্যামেরা, স্লাইডার প‍্যানেল ও শার্ক ফিন পপ আপের মতো সেলফি ক‍্যামেরা দেখা গেছে। গ‍্যালাক্সি এ80 এর রোটেটিং ক‍্যামেরার সঙ্গে স‍্যামসাং নতুন ট্রেন্ডের সূচনা করল। শুনতে অবাক লাগলেও এই ফোনের রেয়ার ক‍্যামেরা ও ফ্রন্ট ক‍্যামেরা একটাই।

স‍্যামসাং তাদের এই নতুন ফোনটি স্লাইডার রোটেটিং প‍্যানেলের সঙ্গে বানিয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির কম‍্যান্ড দিলে স্লাইডার প‍্যানেল ওপরের দিকে ওঠে এবং ফোন বডির বাইরে বেরোয়। ওপরে ওঠার পর পুরো রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ফ্লিপ অর্থাৎ ঘুরে যায় এবং ফ্ল‍্যাশ লাইটসহ সমস্ত ক‍্যামেরা সেন্সর সামনের দিকে চলে আসে। এভাবেই ফোনের রেয়ার ক‍্যামেরা সেলফি ক‍্যামেরা হয়ে যায়।

Exclusive : 32 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy M40, ব‍্যাটারী হবে 4,000 এম‌এএইচের‌ও বেশি

গ‍্যালাক্সি এ80 কোম্পানির পক্ষ থেকে মেটাল ফ্রেমযুক্ত 3ডি গ্লাসে বানানো হয়েছে। ফোনটি ফুল ভিউ নিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে, যার ফ্রন্ট প‍্যানেলে কোনো নচ দেওয়া হয়নি। বডির তিনদিক সম্পূর্ণ বেজল লেস তবে নিচের দিকে হালকা বডি পার্ট আছে। গ‍্যালাক্সি এ80 এর স্ক্রিনের নিচে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরে স্লাইডার প‍্যানেলে ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং প‍্যানেলের মাঝখানে স‍্যামসাঙের ব্র‍্যান্ডিং আছে। গ‍্যালাক্সি এ80 এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও এর পাশেই স্পীকার ও সিম ট্রে আছে।

স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 এ 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা নিচের প‍্যানেলে অবস্থিত। গ‍্যালাক্সি এ80 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে।

সামনে এলো Samsung Galaxy Note 10 এর ক‍্যামেরা ডিটেইলস, সবচেয়ে অন‍্য ধরনের ক‍্যামেরা প্লেসমেন্ট থাকবে এতে

প্রসঙ্গত স্ন‍্যাপড্রাগন 730জি কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেট যা কালকেই লঞ্চ করা হয়েছে। গ‍্যালাক্সি এ80 বিশ্বের প্রথম স্মার্টফোন যা স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। স‍্যামসাং এই ফোনে 8 জিবি র‍্যাম দিয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির কথা বলার আগে আবার বলে রাখা ভালো এই ফোনে একটি ক‍্যামেরা সেট‌আপ‌ই রেয়ার ক‍্যামেরা ও ফ্রন্ট ক‍্যামেরার কাজ করে। ফোনের রোটেটিং স্লাইডার প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। গ‍্যালাক্সি এ80 এর তৃতীয় সেন্সরটি 3ডি ডেপ্থ সেন্সিং টেকনিকে কাজ করে যা এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের।

11 জুন ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40, সুন্দর লুকের সঙ্গে এতে থাকবে অসাধারণ স্পেসিফিকেশন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 একটি 4জি ফোন। এতে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে সুপার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচের ব‍্যাটারী আছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি ঘোস্ট হোয়াইট, অ্যাঞ্জেল গোল্ড ও ফ‍্যান্টম ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here