এখন আরও সস্তা Samsung Galaxy M01 ও Galaxy M11 স্মার্টফোন, দাম কমল 1,000 টাকা

স‍্যামসাং আগামী 8 অক্টোবর একটি একদম নতুন স্মার্টফোন সিরিজ ‘এফ’ সিরিজ নামে 8 অক্টোবর লঞ্চ করতে চলেছে। এই সিরিজের প্রথম স্মার্টফোন Samsung Galaxy F41 নামে গোটা বিশ্বের মধ‍্যে সবার আগে ভারতে লঞ্চ করা হবে। এই নতুন সিরিজ পেশ করার আগেই কোম্পানি আজ তাদের ভারতীয় ইউজারদের খুশি করার জন্য তাদের অন‍্যতম হিট দুটি স্মার্টফোন Samsung Galaxy M01 ও Samsung Galaxy M11 এর দাম কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন: লিক হল Google Pixel 4a 5G এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে 30 সেপ্টেম্বর

স‍্যামসাং এখন তাদের এই দুটি লো বাজেট স্মার্টফোনের দাম আরও সস্তা করে দিয়েছে। কোম্পানির Samsung Galaxy M11 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয় যার মধ্যে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। স‍্যামসাং ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের ক্ষেত্রে 500 টাকা প্রাইস কাট করেছে। ফলে ফোনটি এখন 10,499 টাকার বিনিময়ে কেনা যায়।

এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা কমানো হয়েছে। অর্থাৎ ফোনটি এখন 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া কোম্পানি তাদের Samsung Galaxy M01 ফোনটির দাম 400 টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনটি 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং পরে দাম কমানোর পর ফোনটি 8,399 টাকা দামে বেচা হচ্ছিল। আরও একবার প্রাইস কাটের পর Samsung Galaxy M01 ফোনটি মাত 7,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে।

Samsung Galaxy M11

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ও ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ওয়ান‌ইউআই 2.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে। Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আরও পড়ুন: নোকিয়া ভারতে আনতে চলেছে তাদের প্রথম 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হবে Nokia 8.3

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M01

কোম্পানি তাদের Samsung Galaxy M01 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 5.7 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 10 যুক্ত এই ফোনটি ওয়ান ইউআইতে কাজ করে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এই ফোনে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্টেড এই ফোনে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

>আরও পড়ুন: এলজি লঞ্চ করল LG K52 ও LG K62 নামে দুটি নতুন স্মার্টফোন, দেখে নিন এদের আকর্ষণীয় লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশন

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M01 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M01 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কোম্পানি এই ফোনে ডলবী অ্যাটমস টেকনিকযোগ করেছে। এছাড়া এই ফোনে স‍্যামসাং হেল্থ অ্যাপ প্রি ইনস্টলড পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here