নোকিয়া ভারতে আনতে চলেছে তাদের প্রথম 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হবে Nokia 8.3

ইতিমধ্যে নোকিয়ার লঞ্চ করা দুটি নতুন স্মার্টফোন Nokia 2.4 ও Nokia 3.4 ভারতের ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। এই দুটি ফোন‌ই লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে এবং শোনা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে ভারতে ফোনদুটি পেশ করা হতে পারে। এই দুটি ফোনের পাশাপাশি এবার খবর পাওয়া গেছে কোম্পানি ভারতে তাদের 5জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে এবং এই স্মার্টফোন Nokia 8.3 5G নামে পেশ করা হবে।

আরও পড়ুন: 3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে

দ‍্য মোবাইল ইন্ডিয়ানের পক্ষ থেকে Nokia 8.3 5G সম্পর্কিত এই খবর প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতে আগামী মাসেই Nokia 2.4 ও Nokia 3.4 ফোনদুটি লঞ্চ করা হবে। এবং এই দুটি ফোন মার্কেটে আসার পরেই কোম্পানি ভারতে তাদের হাইএন্ড ডিভাইস Nokia 8.3 5G পেশ করবে। সবচেয়ে বড় কথা এই ফোনটি কোম্পানির ভারতে লঞ্চ করা প্রথম 5জি স্মার্টফোন হতে চলেছে। তবে এখনই Nokia 2.4 ও Nokia 3.4 এবং Nokia 8.3 5G ফোনগুলির লঞ্চ ডেট সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

Nokia 8.3 5G 

কোম্পানি তাদের নতুন Nokia 8.3 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.81 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করেছে। নোকিয়া এই ডিসপ্লের নাম রেখেছে পিওর ডিসপ্লে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে SA/NSA ডুয়েল মোড 5জি সাপোর্টেড কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 FE, এই দুর্দান্ত ফোনে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 4500mAh ব‍্যাটারী

গ্লোবাল মার্কেটে Nokia 8.3 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। এই দুটি ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড ওয়ান থাকার দৌলতে Nokia 8.3 5G আগামী দুই বছর ধরে অ্যান্ড্রয়েডের সমস্ত আপডেট পাবে।

ফোটোগ্রাফির জন্য Nokia 8.3 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এই ফোনে ZEISS লেন্স টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 30 সেপ্টেম্বর Xiaomi লঞ্চ করবে মি 10টি সিরিজ, লঞ্চ হতে পারে Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Pro

Nokia 8.3 5G একটি ডুয়েল মোড 5জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড বাটন যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ওটিজি টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে Nokia 8.3 5G ফোনটি Polar Night কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

দাম

গ্লোবাল মার্কেটে Nokia 8.3 5G এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 599 ইউরো অর্থাৎ প্রায় 48,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 649 ইউরো রাখা হয়েছে যার ভারতীয় দর প্রায় 52,000 টাকার আশেপাশে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here