6,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 10 ও Note 10+, জেনে নিন কিভাবে কিনবেন

Samsung আগস্ট মাসে ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের “Galaxy Note” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Galaxy Note 10 ও Galaxy Note 10+ লঞ্চ করেছিল। এই দুটি ফোন‌ই হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত যা ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে পেশ করা হয়েছে। দুর্দান্ত স্পেসিফিকেশন‌ওয়ালা এই ফোনটি দামের দিক থেকেও হাই বাজেট‌ওয়ালা। কিন্তু এখন Samsung তাদের ফ‍্যানদের Galaxy Note 10 ও Galaxy Note 10+ ফোনদুটি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। Galaxy Note সিরিজের এই দুটি স্মার্টফোনের সমস্ত মডেল সরাসরি 6,000 টাকা কম দামে কেনা যাবে। 

লঞ্চ হলো Apple iPhone 11 সিরিজ, দাম 64,900 টাকা থেকে শুরু,।জেনে নিন ফোনগুলির সব ডিটেইলস

Samsung এর এই ফোনগুলি ডিজিটাল পেমেন্ট প্ল‍্যাটফর্ম Paytm এ সস্তায় কেনা যাবে। Paytm এ Galaxy Note 10 ও Galaxy Note 10+ এর সবকটি ভেরিয়েন্ট ছাড়ের সঙ্গে সেলের জন্য লিস্টেড করা হয়েছে। Paytm এর পক্ষ থেকে Galaxy Note 10 সিরিজের সবকটি ফোনে 6,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এত বড়ো ছাড়ের সঙ্গে Paytm এ 5 শতাংশ অতিরিক্ত ক‍্যাশব‍্যাক এবং নো কস্ট ইএম‌আই অফার‌ও দেওয়া হচ্ছে। 

নতুন দামPaytm অফারের পর এই প্ল‍্যাটফর্ম থেকে Galaxy Note 10 স্মার্টফোন কিনলে তার জন্য 63,999 টাকা দাম দিতে হবে। এই স্মার্টফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছিল যার আসল দাম 69,999 টাকা। এক‌ই ভাবে 79,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া Galaxy Note 10+ এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট Paytm অফারে 73,999 টাকা দামে সেল করা হচ্ছে। 

মোবাইল ইন্টারনেট স্পীডে পিছিয়ে ভারত, দেখুন অন‍্যান‍্য দেশের হাল

Samsung Galaxy Note 10+ এর 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু Paytm এর দেওয়া নতুন অফারে এই ভেরিয়েন্টটি 83,999 টাকা দামে সেল করা হচ্ছে। 

কিভাবে পাবেন এই সুবিধা?

Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ ফোনদুটির ওপরে Paytm এর দেওয়া নতুন অফারে কোম্পানির পক্ষ থেকে 6,000 টাকা ডিসকাউন্ট ক‍্যাশব‍্যাক হিসেবে দেওয়া হচ্ছে। এই স্মার্টফোন কেনার সময় ইউজারদের MOBSAM6K প্রোমোকোড অ্যাপ্লাই করতে হবে, এর পর ফোনের দাম নিজে থেকেই 6,000 টাকা কমে যাবে। 6 হাজার টাকার এই ক‍্যাশব‍্যাক পেটিএম ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে এবং ইউজার‍রা এটি পেটিএমেই রিচার্জ, বিল পেমেন্ট ও শপিঙের জন্য ব‍্যবহার করতে পারবেন। 

Mi Mix 4 এ থাকতে পারে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, লিক হলো স্পেসিফিকেশন

আরও বেনিফিট

এই 6,000 টাকার ক‍্যাশব‍্যাক ছাড়াও Paytm এর পক্ষ থেকে Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ ফোনদুটির লামে অতিরিক্ত 5 শতাংশ ক‍্যাশব‍্যাক‌ও দিচ্ছে, এর জন্য এইচডিএফসি ব‍্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এর সঙ্গে Samsung Galaxy Note 10 সিরিজের ফোনগুলি পেটিএম থেকে নো কস্ট ইএম‌আইয়ের মাধ্যমেও কেনা যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here