Mi Mix 4 এ থাকতে পারে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, লিক হলো স্পেসিফিকেশন

Xiaomi Mi Mix 4 সম্পর্কে এত দিনে একাধিক লিক সামনে এসেছে যেখানে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। কিছু দিন আগে একটি রিপোর্টে বলা হয়েছে যে আগামী 24 সেপ্টেম্বর কোম্পানি Mi Mix 4 লঞ্চ করতে পারে। 

এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত

নতুন রিপোর্ট অনুযায়ী এই ফোনটি নতুন ডিসপ্লে, দুর্দান্ত ক‍্যামোন হার্ডওয়্যার ও আরও কিছু অসাধারণ ফিচারযুক্ত হবে। CNMO এর রিপোর্টে বলা হয়েছে যে Xiaomi Mi Mix 4 এ “ওয়াটারফল স্ক্রিন” থাকবে, যা অনেকটা Vivo Nex 3 এর মতো দেখতে। বলা হয়েছে এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। 

ফুল স্ক্রিন ডিসপ্লের ফিল দেওয়ার জন্য কোম্পানি এতে সেলফি ক‍্যামোন পপ আপ মেকানিজমের সঙ্গে পেশ করবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 100মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামোন থাকবে। মনে করা হচ্ছে এটিই সেই 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যা Xiaomi এবং Samsung এর যৌথ উদ্যোগে বানানো হচ্ছে

কাজ শুরু Redmi K30 এর, এতে থাকবে 5জি সাপোর্ট : Lu Weibing

এছাড়া Xiaomi Mi Mix 4 ফোনটি 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে চার্জিং স্ট‍্যান্ডার্ড সম্পর্কে তথ্য জানা যায়নি। অন‍্যদিকে গত সোমবার মি চার্জ টার্বো 30 ওয়াট ওয়ারলেস চার্জিং টেকনিক পেশ করেছে। আরও বলা হয়েছে এটি 40 ওয়াট ওয়ারলেস চার্জিং টেকনোলজিতে কাজ করছে। 

এছাড়া আপাতত Xiaomi Mi Mix 4 এর দাম ও লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি পেশ করে দেওয়া হবে। আগামী দিনে ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যেতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here