লঞ্চ হলো Apple iPhone 11 সিরিজ, দাম 64,900 টাকা থেকে শুরু,।জেনে নিন ফোনগুলির সব ডিটেইলস

বিগত কিছু দিন ধরেই Apple এর নতুন আইফোন সমালোচনার শীর্ষে উঠে আছে। গত বছর কোম্পানি Apple iPhone X সিরিজ লঞ্চ করেছিল এবং এবছর আলোচনা হচ্ছিল Apple iPhone 11 নিয়ে। যদিও Apple কখনোই আগে থেকে তাদের আগামী ফোনের নাম জানায় না তবে বিভিন্ন লিক থেকে নতুন ফোন সম্পর্কে তথ্য জানা গেছিল। গত মঙ্গলবার আমেরিকার কুপারটিনোয় অবস্থিত তাদের হেডকোয়ার্টারে একটি ইভেন্ট উপলক্ষে কোম্পানি নতুন আইফোন পেশ করে। Apple iPhone 11 এর সঙ্গে কোম্পানি Apple iPhone 11 Pro এবং Apple iPhone 11 Pro Max লঞ্চ করেছে। সবচেয়ে বড়ো কথা কোম্পানি ফোনগুলির গ্লোবাল লঞ্চের সঙ্গে সঙ্গে এর ভারতীয় দাম সম্পর্কেও ঘোষণা করে দিয়েছে। ভারতীয় বাজারে Apple iPhone 11 এর প্রাথমিক দাম 64,900 টাকা। অন‍্যদিকে Apple iPhone 11 Pro এর জন্য 99,900 টাকা দাম দিতে হবে। 

Mi Mix 4 এ থাকতে পারে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, লিক হলো স্পেসিফিকেশন

Apple iPhone 11 এর স্পেসিফিকেশন ও দাম 
আমরা আগেই বলেছি কোম্পানি Apple iPhone 11 সহ মোট তিনটি মডেল পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে ছোট মডেল iPhone 11। এই ফোনে 6.1 ইঞ্চির নচ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এটি 828 × 1792 এইচডি+ পিক্সেল রেজলিউশনের সঙ্গে পেশ করেছে। এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন স্ক্র‍্যাচপ্রুফ এবং প্রতিবারের মতো এবারও এতে অলিওফোবিক কোটিং ব‍্যবহার করা হয়েছে। 

আইওএস 13 অপারেটিং সিস্টেমযুক্ত এই ফোনে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত Apple A13 Bionic চিপসেট ব‍্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী পুরোনো চিপসেটের তুলনায় এটি যথেষ্ট অ্যাডভান্স হয়ে গেছে। Apple তার স্বাভাবিক পরম্পরা বজায় রেখে ফোনের র‍্যাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি তবে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী iPhone 11 এ 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 64 জিবি, 128 জিবি ও 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। 

Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার

ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের। এর সঙ্গে দ্বিতীয় সেন্সরটিও 12 মেগাপিক্সেলের‌ই দেওয়া হয়েছে। এই দ্বিতীয় সেন্সরটি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এটি এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। 

সেলফির জন্য এতে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড়ো কথা এবার ফ্রন্ট ক‍্যামেরা থেকেও স্লোমোশান ভিডিও রেকর্ড করা যাবে। 

এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত

Apple iPhone 11 ফোনটি Black, Green, Yellow, Purple, White এবং Red ভেরিয়েন্টে সেল করা হবে। ভারতীয় মার্কেটে এই ফোনটি আগামী 27 সেপ্টেম্বর থেকে কেনা যাবে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হলেও কোম্পানি আপাতত একটি ভেরিয়েন্টের‌ই দাম জানিয়েছে। 

Apple iPhone 11 Pro স্পেসিফিকেশন ও দাম
এই ফোনটি iPhone 11 এর‌ই অ্যাডভান্স ভার্সন। Apple iPhone 11 Pro তে 5.8 ইঞ্চির ওএল‌ইডি স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এতে 1125 × 2436 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ স্ক্রিন যোগ করেছে যার আসপেক্ট রেশিও 19.5:9 এবং এতেও নচ আছে। এটি ডলবি ভিশন এবং এইচডিআর 10 সাপোর্ট করে ফলে ইউজাররা একদম বাস্তবিক এফেক্ট অনুভব করবেন। এই ফোনটির স্ক্রিন‌ও স্ক্র‍্যাচপ্রুফ এবং এতেও অলিওফোবিক কোটিং দেখা যাবে। 

কোম্পানি এতে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত Apple A13 Bionic চিপসেটের ব‍্যবহার করেছে। এই ফোনটির 64 জিবি, 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে কিন্তু কোম্পানি র‍্যাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে ইন্টারনেটের তথ্য অনুযায়ী এই ফোনটিতে 6 জিবি র‍্যাম আছে। 

কাজ শুরু Redmi K30 এর, এতে থাকবে 5জি সাপোর্ট : Lu Weibing

এই ফোনের ক‍্যামেরা সেগমেন্ট বেশি উন্নত। কোম্পানি এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপের মেইন সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। দ্বিতীয় সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত টেলিফোটো লেন্স যা 2এক্স জুম সাপোর্ট করে। এই দুটি সেন্সরেই অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত যা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 99,900 টাকা। 

Apple iPhone 11 Pro Max স্পেসিফিকেশন ও দাম
iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max এর মূল পার্থক্য ফোনদুটির স্ক্রিন সাইজ। এছাড়া অন‍্যান‍্য সব ফিচার এক। iPhone 11 Pro তে 5.8 ইঞ্চির স্ক্রিন ছিল। সেখানে দাঁড়িয়ে iPhone 11 Pro Max এ 6.5 ইঞ্চির বড়ো স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এতেও ওএল‌ইডি ডিসপ্লের ব‍্যবহার করেছে। এর সঙ্গে এই ফোনটি ডলবি ভিশন ও এইচডিআর 10 ও সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন রেজলিউশন 2688 × 1242 পিক্সেল এবং এর আসপেক্ট রেশিও 19.5:9। এই ফোনেও নচ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটির দাম 1,09,900 টাকা। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here