কয়েক মাসের লিক ও জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে Samsung আজ তাদের বহু প্রতিক্ষিত Galaxy Note 10 ডিভাইস লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আমেরিকার নিউইয়র্কে এই ফোনটি লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল এবং এই ইভেন্টের মঞ্চে যথেষ্ট ধুমধামের সঙ্গে ফোনটি লঞ্চ করা হয়েছে। তবে এই ইভেন্টের ব্যাপারে সবচেয়ে বড়ো কথা হলো কোম্পানি নোট সিরিজে এবার একসঙ্গে দুটি মডেল পেশ করেছে। Samsung Galaxy Note 10 এর সঙ্গে কোম্পানি Samsung Galaxy Note 10+ লঞ্চ করেছে। এই দুটি ফোনে স্ক্রিন সাইজ ছাড়াও অল্প কিছু স্পেসিফিকেশনের পার্থক্য আছে। এখানে আমরা Samsung Galaxy Note 10 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানালাম। Samsung Galaxy Note 10+ এর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
ডিসপ্লে ও ডায়মেনশন
Samsung Galaxy Note 10 কোম্পানির প্রথম নোট ডিভাইস যা ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2280 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 401 পিপিআইয়ের সঙ্গে HDR10+ কোয়ালিটি সাপোর্ট করে। Samsung Galaxy Note 10 এর ফ্রন্ট প্যানেলে আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। Samsung Galaxy Note 10 এর ডায়মেনশন 71.8 × 151.0 × 7.9 এমএম এবং ফোনটির ওজন 168 গ্ৰাম। প্রসঙ্গত Samsung Galaxy Note 10 এর সঙ্গে দেওয়া S Pen এর ওজন 3.04 গ্ৰাম
র্যাম ও স্টোরেজ
Samsung তাদের Galaxy Note 10 ফোনটির দুটি মডেল পেশ করেছে। একটি মডেলে এলটিই সাপোর্ট করে এবং অপরটি 5জি সাপোর্টেড। Samsung Galaxy Note 10 এর এলটিই মডেলে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে Samsung Galaxy Note 10 এর 5জি মডেলে 12 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। প্রসঙ্গত এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায় না।
Xiaomi এর উপহার : রিটেইল স্টোরেও বেচা হবে Redmi K20 ও Redmi K20 Pro, জেনে নিন অফলাইন দাম
ক্যামেরা
Samsung Galaxy Note 10 এ ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, এফ/1.5 – এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy Note 10 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ওএস ও প্রসেসর
Samsung Galaxy Note 10 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এনএম টেকনিকে তৈরি স্যামসাঙের এক্সিনস 9825 চিপসেটে রান করে।
Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড?
কানেক্টিভিটি ও ব্যাটারী
Samsung Galaxy Note 10 ফোনটি 4জি এলটিইর সঙ্গে সঙ্গে 5জিও সাপোর্ট করে। যদিও একটি মডেলে দুটি কানেক্টিভিটি ফিচার একসঙ্গে দেওয়া হয়নি। এছাড়াও Samsung Galaxy Note 10 এ ব্লুটুথ 5, এনএফসি, জিপিএস ও ওয়াইফাইসহ ইউএসবি টাইপ সি পোর্টের মতো অপশধ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Note 10 এ 3,500 এমএএইচের ব্যাটারী আছে।
দাম
Samsung Galaxy Note 10 ও Samsung Galaxy Note 10+ দুটি ফোনই কোম্পানির পক্ষ থেকে অরা গ্লো, অরা হোয়াইট এবং অরা ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আগামী 23 আগস্ট ফোনদুটি আন্তর্জাতিক মঞ্চে প্রথম বার সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন