লঞ্চ হলো Samsung এর সবচেয়ে শক্তিশালী ডিভাইস Galaxy Note 10+, এর থেকে অনেক পিছিয়ে অন‍্যান‍্য স্মার্টফোন

আগে থেকেই ঘোষণা করা ছিল 8 আগস্ট Samsung তাদের Galaxy Note 10 লঞ্চ করবে এবং আমেরিকার নিউইয়র্ক শহরে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে কোম্পানি এই ফোনটি লঞ্চ করে দিয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এবার নোট সিরিজে দুটি মডেল পেশ করা হয়েছে। স‍্যামসাঙের গ‍্যালাক্সি এস সিরিজের মতোই Samsung Galaxy Note 10 এর সঙ্গে Samsung Galaxy Note 10+ লঞ্চ করা হয়েছে। দুটি ফোনের ডিসপ্লে ছাড়া আরও কিছু স্পেসিফিকেশন আলাদা আছে। প্লাস মডেলটি Samsung Galaxy Note 10 এর তুলনায় একটু বেশি অ্যাডভান্স। এখানে আমরা Samsung Galaxy Note 10+ এর সম্পর্কে কথা বলবো। Samsung Galaxy Note 10 এর ব‍্যাপারে জানতে এখানে ক্লিক করুন।

Exclusive : অফলাইন স্টোরে শুরু হলো Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং, চালু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন‌ও

ডিসপ্লে ও ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Note 10+ ফোনটি এজ টু এজ ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিভাইসে 3040 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির কোয়াড এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung Galaxy Note 10+ এর ডিসপ্লে 498 পিপিআইসহ HDR10+ সাপোর্টেড। Samsung Galaxy Note 10+ এও আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনটির ডায়মেনশন 7.2 × 162.3 × 7.9 এম‌এম এবং ওজন 196 গ্ৰাম।

র‍্যাম ও স্টোরেজ
Samsung এর পক্ষ থেকে Galaxy Note 10+ ফোনটি 12 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 12 জিবি র‍্যামের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে 256 জিবি ইন্টারনাল মেমরি ও 512 জিবি ইন্টারনাল মেমরির দুটি ভেরিয়েন্টে সেল করা হবে। সবচেয়ে বড়ো কথা Samsung Galaxy Note 10+ এ মেমরি কার্ড সাপোর্ট করে।

Exclusive : অফলাইন স্টোরে শুরু হলো Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং, চালু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন‌ও

ক‍্যামেরা
Samsung Galaxy Note 10+ এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সের সঙ্গে এফ/1.5 – এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ডেপ্থ ভিশন ভিজিএ ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ওএস ও প্রসেসর
Samsung Galaxy Note 10+ ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম টেকনিকে তৈরি স‍্যামসাঙের‌ই এক্সিনস 9825 চিপসেটে রান করে। জানিয়ে রাখি ভারতে Samsung Galaxy Note 10+ ফোনটি অন‍্য কোনো চিপসেটের সঙ্গেও লঞ্চ করা হতে পারে।

Xiaomi এর উপহার : রিটেইল স্টোরেও বেচা হবে Redmi K20 ও Redmi K20 Pro, জেনে নিন অফলাইন দাম

কানেক্টিভিটি ও ব‍্যাটারী
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Note 10+ এ ব্লুটুথ 5, এন‌এফসি, জিপিএস ও ওয়াইফাইয়ের সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy Note 10+ এ 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ব‍্যাটারী ওয়ারলেস চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে।

দাম
Samsung Galaxy Note 10 ও Samsung Galaxy Note 10+ দুটি ফোন‌ই অরা গ্লো, অরা হোয়াইট ও অরা ব্ল‍্যাক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা আগামী 23 আগস্ট থেকে আন্তর্জাতিক মঞ্চে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here