22শে আগস্ট ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9, কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে দিয়েছে, জেনে নিন ফোনটির দাম

স‍্যামসাং 9ই আগস্ট আন্তর্জাতিক মঞ্চে গ‍্যালাক্সি নোট সিরিজের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন গ‍্যালাক্সি নোট 9 লঞ্চ করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতের স‍্যামসাং ফ‍্যান ও টেক লাভাররা এই ডিভাইসটি ভারতে লঞ্চের অপেক্ষা করছে। আজ স‍্যামসাং এই অপেক্ষার সমাপ্তি আনতে চলেছে। স‍্যামসাং ইন্ডিয়া ঘোষণা করেছে যে গ‍্যালাক্সি নোট 9 22শে আগস্ট ভারতে লঞ্চ করা হবে।

নোকিয়া ভারতে লঞ্চ করল তিনটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফোন, জেনে নিন দাম, স্পেশিফিকেশন ও ফিচার

স‍্যামসাং ইন্ডিয়া আজ গ‍্যালাক্সি নোট 9;এর লঞ্চ ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইট পাঠিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়েছে গ‍্যালাক্সি নোট 9 22শে আগস্ট ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হবে। স‍্যামসাং আগে থেকেই গ‍্যালাক্সি নোট 9 এর প্রিবুকিং শুরু করে দিয়েছে এবং বেশ কিছু টেলিকম অপারেটর ও ডিজিটাল ওয়ালেট এর ওপর ক‍্যাশব‍্যাক অফার দিচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 সম্পর্কে প্রোডাক্ট পেজ বানানো হয়েছে।

প্রসঙ্গত স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 আন্তর্জাতিক বাজারে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ভারতে এই দুটি ভেরিয়েন্ট‌ই প্রিবুকিঙের জন্য উপলব্ধ হয়ে গেছে। 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 67,900 টাকা এবং 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 84,900 টাকা রাখা হয়েছে।

লঞ্চের আগেই লিক হল রিয়েলমি 2 এর ইমেজ, ডুয়েল ক‍্যামেরার সঙ্গে থাকছে নচ ডিসপ্লে

গ‍্যালাক্সি নোট 9 22শে আগস্ট ভারতে লঞ্চ হয়ে কবে থেকে সেল শুরু হবে তা জানার জন্য ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এর ফুল ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন। স‍্যামসাঙের এই দুর্দান্ত ডিভাইসের ওপর দেওয়া অফার জানতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here