Samsung Galaxy S10 5G Model এ লাগলো আগুন, ক্ষতি হল ইউজারের

স্মার্টফোনে আগুন লাগার বা ব্লাস্ট হ‌ওয়ার ঘটনা আজকাল প্রায়ই কোথাও না কোথাও ঘটে থাকে। এইসব ঘটনায় কখনও ইউজার সুরক্ষিত বেঁচে যায় আবার কখনও বড় দুর্ঘটনার মধ্য দিয়ে শিক্ষায় পরিণত হয়ে যায়। স্মার্টফোনে আগুন লাগা ও ব্লাস্টের কথা উঠলে স‍্যামসাঙের নাম সবার আগে উঠে আসে। তিন বছর আগে স‍্যামসাং বাজারে Galaxy Note 7 লঞ্চ করে। এই ফোনের ব‍্যাটারী এত পরিমাণে ব্লাস্ট হয় যে কোম্পানি ফোনটি মার্কেট থেকে তুলে নেয়। এর ফলে কোম্পানির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সঙ্গে সঙ্গে কোম্পানির প্রতিপত্তিতেও এর ছাপ পড়ে। এখন আরও একবার কোম্পানিকে কাঠগড়ায় দাঁড়াতে হল। Samsung Galaxy S10 5G Model এ ব্লাস্ট হ‌ওয়ার ঘটনায় গোটা টেক জগত নড়েচড়ে বসেছে।

RealMe X হবে রিয়েলমির প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোনের নাম, ঘোষণা করল কোম্পানি

স‍্যামসাং সম্পর্কে এই অবাক করা খবর সাউথ কোরিয়া থেকে জানা গেছে। বলা হয়েছে স‍্যামসাঙের লেটেস্ট ফ্ল‍্যাগশিপ ডিভাইস Galaxy S10 5G Model দুর্ঘটনার শিকার হয় এবং ফোনটি ব্লাস্ট হয়। Samsung Galaxy S10 5G Model ফোনটির ইউজার ইন্টারনেটে ফোনে হ‌ওয়া ব্লাস্টের কথা জানায়। এই ঘটনা সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে ইউজার তার ফোনের ফোটোও শেয়ার করেন। এই ফোটোয় দেখা গেছে ফোনটি কতটা বাজে ভাবে পুড়ে গেছে।

Samsung Galaxy S10 5G Model এর ইউজার লি দক্ষিণ কোরিয়ার মিডিয়াকে বলেন তিনি মাত্র কিছু দিন আগেই স‍্যামসাঙের এই দামি ফোনটি কিনেছিলেন। একদিন তিনি বাড়িতে বসেছিলেন এবং ফোনটি টেবিলের ওপর রাখা ছিল। হঠাৎ লি কিছু একটা পোড়ার গন্ধ পান। ফোনের ওপর চোখ পড়তে তিনি লক্ষ্য করেন তা কয়েক দিন আগে কেনা Samsung Galaxy S10 5G Model থেকে ধোঁঁয়া বের হচ্ছে। ভয় পেয়ে তিনি ফোনটি টেবিল থেকে ফেলে দেন। তিনি বলেন যখন তিনি ফোনটি ফেলার জন্য স্পর্শ করেন তখন ফোনটি অত্যন্ত গরম ছিল।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল Oppo Ak, দাম মাত্র 8,490 টাকা

লি তার Samsung Galaxy S10 5G Model সম্পর্কে বলেন তিনি তার ফোনের সঙ্গে এমন কিছু করেননি যার জন্য তাতে আগুন লেগে ফেটে যেতে পারে। অপরদিকে এই ঘটনা সামনে আসার পর কোম্পানির পক্ষ থেকে জানানো হয় Samsung Galaxy S10 5G Model এ এমন কোনো অসামঞ্জস্য নেই যার জন্য এধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S10 5G Model ফোনটি ইউজারদের জন্য সম্পূর্ণ ভাবে সুরক্ষিত বলে দাবি করা হয়েছে।

স‍্যামসাং তাদের Galaxy S10 5G Model এর দুর্ঘটনার সাফাই দেওয়ার সময় বলেছে তাদের ফোনে এমন কোনো ইন্টারনাল সমস‍্যা নেই যার জন্য এধরনের ঘটনা ঘটতে পারে। লি এর ফোনে আগুন লাগার জন্য কোম্পানি কোনো না কোনো বাহ‍্যিক কারণকেই দায়ী করেছে এবং বলেছে Samsung Galaxy S10 5G Model ফোনটিতে নিশ্চয়ই এমন কিছু করা হয়েছে যার জন্য এতে আগুন লাগতে পারে।

শাওমি আনতে চলেছে পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা দুর্দান্ত স্মার্টফোন, পিছিয়ে পড়বে ওপ্পো ও ভিভো

কোম্পানির ওপর আনা অভিযোগ সম্পূর্ণরূপে মিথ‍্যা বলে স‍্যামসাং লিকে 1,200 ইউএস ডলারের জরিমানা দিতে অস্বীকার করেছে। প্রসঙ্গত এই ফোনটির দাম ভারতীয় টাকায় প্রায় 83,500 টাকা। এই ঘটনা এবার কোনদিকে ঘুরবে কিছুই বলা সম্ভব নয়। এই ঘটনার জন্য কোম্পানির অন‍্যমনস্কতা দায়ী নাকি ব‍্যবহারকারীর গাফিলতি তা জানা না গেলেও টেক জগতে কোম্পানির অবস্থায় যথেষ্ট এফেক্ট পড়েছে। সাধারণ মানুষের মধ্যে এখন ভয় ছড়াচ্ছে Samsung Galaxy S10 5G Model ফোনটির অবস্থা আবার Galaxy Note 7 এর মতো না হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here