realme narzo 60 5G-এর সেরা 5 প্রতিদ্বন্দ্বী, দেখে নিন স্মার্টফোনের তালিকা

সম্প্রতি রিয়েলমি ভারতে তাদের realme narzo 60 5G ফোনটি লঞ্চ করেছে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি, 33W SuperVOOC চার্জিং এবং 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মতো কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 8GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ কড়া হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 17,999 টাকা এবং 19,999 টাকা রাখা হয়েছে। তবে ভারতের বাজারে 20 হাজার টাকার কম দামে ওয়ানপ্লাস নর্ড সিই 3 লাইট 5জি, মোটো জি73, রিয়েলমি 10 প্রো 5জি, আইকু জেড7এস, শাওমি রেডমি নোট 12 এর মতো ফোনগুলি রয়েছে এবং এর মধ্যে প্রতিটি ফোনই রিয়েলমি নারজো 60 5জি ফোনটিকে টক্কর দিতে সক্ষম। নিচে এই ফোনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা কড়া হল। আরও পড়ুন: নম্বর পোর্টেবিলিটির যুগে ‘Only Jio Sim’ ফোনের ফাঁদ ফেলছেন আম্বানি, আপনার কী মত?

রিয়েলমি নারজো 60 5জির প্রতিদ্বন্দ্বী

  • OnePlus Nord CE 3 Lite 5G
  • iQOO Z7s 5G
  • realme 10 Pro 5G
  • Xiaomi Redmi Note 12 5G
  • MOTOROLA g73 5G

OnePlus Nord CE 3 Lite 5G

  • ডিসপ্লে: এই ফোনে 6.72 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 680 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে।
  • RAM-স্টোরেজ: ফোনটি 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ কড়া হয়েছে।
  • ওএস: এটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 13.1 ইউআইতে কাজ করে।
  • ক্যামেরা: 108MP+2MP+2MP রেয়ার ক্যামেরা এবং 19MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: 19,999 টাকা। (আমাজন)

iQOO Z7s 5G

  • ডিসপ্লে: 90Hz রিফ্রেশরেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1300 নিটস্ পর্যন্ত ব্রাইটনেস সাপোর্টেড 6.38 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে।
  • প্রসেসর: অক্টাকোর Snapdragon 695 8nm চিপসেট এবং Adreno 619L GPU।
  • RAM-স্টোরেজ: দুটি ভেরিয়েন্টে 6GB RAM +128GB মেমরি এবং 8GB RAM +128GB স্টোরেজ রয়েছে। ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ওএস: ফোনটি Android 13 এবং Funtouch OS 13 এ কাজ করে।
  • ক্যামেরা: 64MP+2MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি।
  • দাম: 18,999 টাকা। (আমাজন)

Realme 10 Pro 5g

  • ডিসপ্লে: 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 680 নিটস্ ব্রাইটনেস সাপোর্টেড 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে।
  • প্রসেসর: 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর।
  • RAM-স্টোরেজ: দুটি ভেরিয়েন্টে 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ওএস: অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ওয়ান ইউআই 4।
  • ক্যামেরা: 108MP+2MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: 18,999 টাকা। (ফ্লিপকার্ট)

Redmi Note 12 5G

 

  • ডিসপ্লে: 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে।
  • প্রসেসর: 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসর এবং অ্যাড্রিনো 619 জিপিইউ।
  • RAM-স্টোরেজ: ফোনটি 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+256GB ভেরিয়েন্টে পেশ কড়া হয়েছে।
  • ওএস: অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 13 কাস্টম স্কিন।
  • ক্যামেরা: 48MP+8MP+2MP রেয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: 18,999 টাকা। (6GB+128GB, আমাজন)

 

MOTOROLA g73 5G

  • ডিসপ্লে: 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 930 প্রসেসর।
  • RAM-স্টোরেজ: এতে 8GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে। ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • ক্যামেরা: 50MP+8MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: 16,999 টাকা। (ফ্লিপকার্ট)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here