Highlights
- Samsung এর নতুন ফোল্ডেবল ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গেছে।
- প্রি বুকিংয়ে 23,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।
- এই ফোনগুলি হল সবথেকে এডভান্স ফোল্ডেবল ফোন।
Samsung Galaxy Z Fold5 5G ফোন এবং Samsung Galaxy Z Flip5 5G স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হয়েছে। এই ফোন দুটি Samsung এর সবথেকে এডভান্স, স্টাইলিশ এবং শক্তিশালী মোবাইল ফোনগুলির মধ্যে অন্যতম। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: OnePlus OPEN নামে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Samsung Fold লঞ্চের পরেই টুইট করেছে কোম্পানি
ভারতে Samsung Galaxy Z Fold 5 ফোনের দাম
- 12GB RAM + 256GB স্টোরেজ = 1,54,999
- 12GB RAM + 512GB স্টোরেজ = 1,64,999
- 12GB RAM + 1TB স্টোরেজ = 1,84,999
Samsung Galaxy Z Fold 5 5G ফোনটি ভারতে 12GB RAM মেমরি সহ লঞ্চ করা হয়েছে যা তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে। এর মধ্যে 256GB স্টোরেজ, 512GB স্টোরেজ এবং 1GB স্টোরেজ রয়েছে। নতুন Samsung ফোল্ড ফোনটি Icy Blue, Cream এবং Phantom Black কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।
ভারতে Samsung Galaxy Z Flip 5 ফোনের দাম
- 8GB RAM + 256GBস্টোরেজ = 99,999
- 8GB RAM + 512GB স্টোরেজ = 1,09,999
Samsung Galaxy Z Flip 5 5G স্মার্টফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর মধ্যে 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যামের সঙ্গে 512GB ইন্টারনাল মেমরি রয়েছে। লেটেস্ট Galaxy Flip ফোনটি তিনটি মডেলে কেনা যাবে যা Mint, Cream, Graphite এবং Lavender কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।
Samsung Offer
এই দুটি Samsung ফোল্ডেবল স্মার্টফোনই ভারতে প্রি-বুকিংয়ের জন্য পাওয়া যাচ্ছে। Samsung Galaxy Z Flip5 ফোনের প্রি-বুকিং এ গ্রাহকদের 20,000 টাকার সুবিধা দেওয়া হচ্ছে, অন্যদিকে Galaxy Z Fold5 ফোনের প্রি-বুকিং গ্রাহকরা 23,000 টাকার সুবিধা নিতে পারবেন।
শুধু তাই নয়, যারা 27 জুলাই দুপুর 12 টায় শুরু হওয়া “Samsung Live” ইভেন্টে যারা এই মোবাইলগুলি প্রি-বুক করবেন তারা Galaxy Z Fold5 ফোনের জন্য 6,299 টাকা দামের ফ্রি Standing Case + Strap এবং Flip5-এর জন্য 4,199 টাকা দামের Silicone Case + Ring ফ্রিতে পাবেন। এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
ভারতে Samsung Galaxy Tab S9 সিরিজের দাম
ট্যাবলেট মডেল | মেমরি ভেরিয়েন্ট |
WiFi / 5G মডেল |
দাম |
Galaxy Tab S9
|
128GB
|
WiFi | ₹72,999 |
5G | ₹85,999 | ||
256GB
|
WiFi | ₹83,999 | |
5G | ₹96,999 | ||
Galaxy Tab S9+
|
256 GB
|
WiFi | ₹90,999 |
5G | ₹1,04,999 | ||
Galaxy Tab S9 Ultra
|
256GB
|
WiFi | ₹1,08,999 |
5G | ₹1,22,999 | ||
512GB
|
WiFi | ₹1,19,999 | |
5G | ₹1,33,999 |
উপরে দেওয়া তালিকা অনুযায়ী Galaxy Tab S9 সিরিজের অধীনে তিনটি ট্যাবলেট মডেল ভারতে লঞ্চ করা হয়েছে যা WiFi এবং 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। নতুন Samsung ট্যাবলেট কিনলেও কোম্পানি 20,000 টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে। এখানে ক্লিক করে এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এছাড়া এই ট্যাবলেটের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
ভারতে Samsung Galaxy Watch6 সিরিজের দাম
স্মার্ট ওয়াচ মডেল |
ডায়াল সাইজ | কানেক্টিভিটি অপশন |
দাম |
Galaxy Watch6
|
40mm
|
BT | ₹29,999 |
LTE | ₹33,999 | ||
44mm
|
BT | ₹32,999 | |
LTE | ₹36,999 | ||
Galaxy Watch6 Classic
|
43mm
|
BT | ₹36,999 |
LTE | ₹40,999 | ||
47mm
|
BT | ₹39,999 | |
LTE | ₹43,999 |
Samsung এর নতুন স্মার্টওয়াচ সিরিজে Galaxy Watch6 এবং Galaxy Watch6 Classic লঞ্চ করা হয়েছে, যেগুলো দুটি ডায়াল সাইজে কেনা যাবে। উপরের তালিকায় আপনারা এই Watch গুলির দাম পেয়ে যাবেন। এই দুটি স্যামসাং ওয়াচ সম্পর্কে বিশদে জানার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন