SBI গ্রাহকরা SMS এবং মিসড কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে জানতে পারবেন ব্যালেন্স, জেনে নিন পদ্ধতি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ফ্রি মিসড কল এবং SMS ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট চেক করার সুবিধা প্রদান করে। এর সাথে SBI গ্রাহকরা তাদের রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে মিসড কল বা SMS এর মাধ্যমে অ্যাকাউন্ট সম্পর্কিত অন্যান্য ডিটেইলস জানতে পারেন। আজকের এই পোস্টে আপনাদের SBI এর সেই সব নম্বরগুলি সম্পর্কে জানাবো, যেগুলির সাহায্যে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই ঘরে বসে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস জানতে পারবেন। আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই লিক হল iQOO Neo 7 Pro ফোনের দাম, জেনে নিন স্পেসিফিকেশন

SBI কুইক মিসড কল সার্ভিস

SBI কুইক মিসড কল সার্ভিসের মাধ্যমে, গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, ATM কার্ড ব্লক, কার লক ফিচার এবং প্রধানমন্ত্রী সোশ্যাল সিকিউরিটি স্কিম সম্পর্কে তথ্য পেতে পারেন। এই জন্য গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে কুইক মিসড কল ফিচারের জন্য রেজিস্ট্রার করতে হবে।

SBI কুইক মিসড কল ব্যাঙ্কিংয়ের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

স্টেপ 1: SBI Quick Missed Call ব্যাঙ্কিং পরিষেবার জন্য গ্রাহকদের একবার রেজিস্ট্রেশন করতে হবে।

স্টে 2: এই পরিষেবার জন্য রেজিস্ট্রেশন করতে, গ্রাহকদের তাদের রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে একটি মেসেজ পাঠাতে হবে। গ্রাহকদের ‘REGaccount number’ লিখে মেসেজটি 09223488888 নম্বরে পাঠাতে হবে।

স্টেপ 3: একবার SMS পাঠানো হলে, আপনি আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

রেজিস্ট্রেশনের পরে SBI গ্রাহকরা 09223766666 নম্বরে মিসড কল দিয়ে তাদের অ্যাকাউন্টের ডিটেইলস চেক করতে পারবেন।

SBI Balance Enquiry নম্বর

SBI ব্যাঙ্কের গ্রাহকরা মিসড কল বা SMS এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারেন। এই সার্ভিসের মাধ্যমে ইউজাররা তাদের রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে একটি মেসেজ পাঠিয়ে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন। ব্যালেন্স চেক করার জন্য গ্রাহকদের 9223766666 নম্বরে BAL একটি SMS পাঠাতে হবে। এর পাশাপাশি SBI গ্রাহকরা 9223766666 নম্বরে মিসড কল দিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। আরও পড়ুন: শীঘ্রই আসবে TRAI-এর নতুন নিয়ম, আরও ভাল হবে 5G নেটওয়ার্ক

মিনি স্টেটমেন্ট চেক করার পদ্ধতি

SBI গ্রাহকরাও মিসড কল বা SMS পাঠিয়েও মিনি স্টেটমেন্ট পেতে পারেন। এর মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের শেষ পাঁচটি লেনদেনের সম্পর্কে তথ্য পেতে পারেন। SBI গ্রাহকরা 9223866666 নম্বরে মিসড কল দিয়ে অথবা MSTMT লিখে মেসেজ পাঠিয়েও SMS এর মাধ্যমে মিনি স্টেটমেন্ট পেতে পারেন।

কীভাবে ATM কার্ড ব্লক করবেন?

আপনি যদি আপনার SBI ATM কার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনি কার্ডটি SMS মাধ্যমে ব্লক করতে পারেন। এর জন্য গ্রাহকদের BLOCK লিখে 567676 নম্বরে মেসেজ করতে হবে। আরও পড়ুন: OnePlus Nord 3 5G এর দাম এবং স্পেসিফিকেশন কেমন হতে পারে? লঞ্চের আগে দেখে নিন লিক

FAQs

SBI অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়?

না, SBI ব্যাঙ্ক ব্যালেন্স অনুসন্ধানের জন্য গ্রাহককে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। SBI শুধুমাত্র রেজিস্ট্রার মোবাইল নম্বরে তার গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য পাঠায়।

দুটি SBI অ্যাকাউন্টে একই মোবাইল নম্বর রেজিস্ট্রার হলে কী হবে?

আপনার দুটি অ্যাকাউন্ট থাকলে, আপনি একটি অ্যাকাউন্ট থেকে মিসড কল এবং SMS ব্যাঙ্কিং ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। SMS এবং মিসড কলের মাধ্যমে অপর অ্যাকাউন্টটির ডিটেইলস জানার জন্য নম্বর পরিবর্তন করতে হবে। আরও পড়ুন: ইউজারের হাতের মুঠোয় চলে আসবে এইসব ছোট ফোন, দেখে নিন সবচেয়ে ছোট ফোনগুলির তালিকা

SBI ব্যাঙ্কে মোবাইল নম্বর কীভাবে পরিবর্তন করা যায়?

SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টে নম্বর পরিবর্তন করার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে এবং আপনার রেজিস্ট্রার নম্বর পরিবর্তন করতে হবে। এর পাশাপাশি আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও মোবাইল নম্বরও পরিবর্তন করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here