180km পর্যন্ত রেঞ্জ আর 125kmph এর টপ স্পীডের সাথে হলো লঞ্চ Super Soco CT-3 Electric Maxi-scooter

চাইনিজ অটোমেকার Super Soco নিজের ইলেকট্রিক স্কুটার CT-3 maxi-style scooter পেশ করলো। আপাতত এই Electric Scooter কে কোম্পানি ইউরোপিয়ান মার্কেটে পেশ করেছে। অথচ ইন্ডিয়াতে এই স্কুটার খুব শীঘ্রই আসবে যে এমনটা আশা করা যাচ্ছে না। আবার এই ইলেকট্রিক টু-হুইলারের বৈশিষ্ট্যের কথা বললে এটি ফুল-এল‌ইডি ইলুমিনেশন স্পোর্টি ডিজাইন আর কালার টিএফটি ড‍্যাশবোর্ডের সাথে আসে। আবার এটিকে একবার চার্জ করলে 180km পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে এমনটাই কোম্পানি দাবি করেছে। আসুন আগে আপনাকে এই ইলেকট্রিক স্কুটারে‌র সম্পূর্ণ তথ্য জানাই।

লুক আর ডিজাইন

সুপার সোকো সিটি-3 তে হেডলাইট-মাউন্টেড ফ্রন্ট এপ্রোন, রেইসড উইন্ডস্ক্রিন, হাই-সেট হ‍্যান্ডেলবার আর পিলিয়ন গ্র‍্যাব রেলের সাথে সিঙ্গেল পিস সিট আছে। এছাড়া স্কুটারে স্মার্টফোন কানেক্টিভিটি‌র সাথে 7.0 ইঞ্চির কালার টিএফটি ড‍্যাশবোর্ড আর লাইটিং এর জন্য ফুল-এল‌ইডি সেট‌আপ দেওয়া আছে। এটি ব্ল‍্যাক-আউট হুইলে চলে। অথচ কালার আর ওজন সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

টপ রেঞ্জ আর স্পীড

Super Soco CT-3 স্কুটারে 18kW এর ইলেকট্রিক মোটর আর 7.2kWh এর ব‍্যাটারী আছে। এছাড়া কোম্পানি দাবি করেছে যে ম‍্যাক্সি-স্কুটারে‌র টপ স্পীড 125km/h, আর একবার চার্জ করলে 170-180km রেঞ্জ দিতে সক্ষম যা খুবই অসাধারণ ফিচার।

সিকিউরিটি

সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সুপার সোকো সিটি 3 যাতে রাস্তায় ভালো চলে তার জন্য এবিএসের সাথে সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া আছে। ম‍্যাক্সি-স্টাইল স্কুটারে সাস্পেনশন ডিউটির জন্য আগের দিকে টেলিস্কোপিক ফর্কস আর রেয়ারে হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে।

দাম আর সেল

Super Soco CT-3 maxi-style scooter এর দাম আর সেল সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে যে এই স্কুটারে‌র দাম প্রায় €5,499 (প্রায় Rs. 4.74 লাখ) হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here