এবার LED TV তে বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 16 বছরের কিশোর

এত দিন মোবাইল ফোনে বিস্ফোরণ বা আগুন ধরার কথা শোনা যেত। কিন্তু এবার Smart TV তে দুর্ঘটনার কথাও শোনা যাচ্ছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় একটি LED Smart TV তে বিস্ফোরণের কথা সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনার জেরে এক 16 বছরের কিশোরের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চার ব্যাক্তি। এই বিস্ফোরণ এতটাই জরদার ছিল যে ঘরের দেওয়ালে পর্যন্ত চির ধরে গেছে। এটি কোন কোম্পানির টিভি ছিল সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এই দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আরও পড়ুন: নোকিয়া লঞ্চ করল 50MP Camera সহ নতুন সস্তা স্মার্টফোন, দাম মাত্র 12 হাজার টাকার রেঞ্জে

ভোল্টেজের প্রভাবে কি ব্লাস্ট হতে পারে?

ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে বলা হয়েছে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে পুলিশ এবিষয়ে তদন্তে নেমে পড়েছে। বাড়ির বৈদ্যুতিক লাইনে ভোল্টেজের আপ ডাউনের কারণে গাজিয়াবাদের হর্ষ বিহারের এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুমান করছে।

চিকিৎসার সময় প্রাণ ত্যাগ করে কিশোর

রিপোর্ট অনুযায়ী পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বন্ধু ঘ্রে বসে টিভিতে ফিল্ম দেখছিলেন এবং তাঁর মা এক তলায় বাড়ির কাজ করছিলেন এমন সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার ফলে 16 বছর বয়সী যোগেন্দ্র নামক কিশোর গুরুতর আহত হয় এবং পরে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন: 50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, 17 হাজার টাকার বাজেটে পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা

বিস্ফোরণের সময় এলইডি স্ক্রিনের ছোট ছোট ছুঁচলো কাঁচের টুকরো এই কিশোরের মুখে গেঁথে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার ফলে কিশোরের এক বন্ধু ও তাঁর মাও আহত হয়। কাছাকাছি বাড়ির প্রতিবেশীরা জানিয়েছেন বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ও জোরালো ছিল যে শুরুতে তাঁরা ভেবেছিলেন কোথাও হয়তো গ্যাস সিলিন্ডার ফেটেছে।

এই এলইডি টিভি বিস্ফোরণের কারণ নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এবং এই ধরনের বিস্ফোরণের ঘটনা খুব একটা স্বাভাবিক নয়। তবে এর আগেও এমন হয়েছে। কিছু সামান্য কারণ যেমন শর্ট সার্কিট, ভোল্টেজের উত্থান পতন এবং খারাপ তার ও পার্টসের কারণে এই ধরনের বিস্ফোরণ হতে পারে। আরও পড়ুন: 108MP Camera সহ লঞ্চ হল Xiaomi 12T স্মার্টফোন, 120W fast charging-এর দৌলতে কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here