10,999 টাকা দামে লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা 64MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, এতে আছে 6.8 ইঞ্চির ডিসপ্লে ও 5000mAh ব‍্যাটারী

গত সপ্তাহে টেকনো ঘোষণা করে জানিয়েছিল কোম্পানি ভারতে তাদের প্রোডাক্টের লিস্টে Tecno Camon 16 নামে নতুন ফোন লঞ্চ করবে। ফোনটি টীজ করার সময় কোম্পানি জানিয়ে দিয়েছিল এই ফোনে 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরা দেওয়া হবে। এই উইকেন্ডে কোম্পানি ভারতে এই ফোনটি লঞ্চ করে দিয়েছে। মাত্র 10,999 টাকা দামে Tecno Camon 16 লঞ্চ করার পর এই ফোনটি দেশের সবচেয়ে সস্তা 64 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের স্থান দখল করেছে।

আরও পড়ুন: ColorOS 11 রিভিউ: 7টি পয়েন্টে জেনে নিন এর সমস্ত বিশেষত্ব

ফোটোগ্ৰাফি

ফোনটির সবচেয়ে বড় ফিচার অর্থাৎ এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় Tecno Camon 16 এর ব‍্যাক প‍্যানেলে একটু ওপরের দিকে মাঝ বরাবর চৌকো শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল‍্যাশ ‘+’ শেপে অবস্থিত। এল‌ইডি লাইটের সঙ্গে এই ফোনে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে।

এছাড়াও Tecno Camon 16 এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/3.5 অ্যাপার্চারযুক্ত এআই লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Samsung RGB S5K3P9 ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চলে এল OPPO A73 5G এর ফুল ডিটেইলস, লঞ্চের আগেই জেনে নিন ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন

Tecno Camon 16

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Tecno Camon 16 ফোনটি 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির এইচডি+ ডট ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিনের ওপরের কোণায় সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। Tecno Camon 16 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে হাইওএস 7.0 তে কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট দেওয়া হয়েছে।

কোম্পানি তাদের Tecno Camon 16 ফোনটিতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। এই ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য Tecno Camon 16 এ রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: লিক হলো Realme Q সিরিজের অফিসিয়াল ডিজাইন, জানা গেছে স্পেসিফিকেশন‌ও

কোম্পানির পক্ষ থেকে Tecno Camon 16 ফোনটি Purist Blue, Misty Grey ও Cloud White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 16 অক্টোবর থেকে ফোনটি মাত্র 10,999 টাকার বিনিময়ে ফ্লিপকার্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here