ভারতে লঞ্চ হল Tecno Pova 6 Pro 5G, মাত্র 20,000 টাকা দামে পাওয়া যাবে অসাধারণ লুক ও দারুণ ফিচার

টেকনো ভারতের বাজারে তাদের ইউনিক Tecno Pova 6 Pro 5G ফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইট এবং ইউনিক প্যানেল দেওয়া হয়েছে। এই ফোনে লুক ছাড়াও 24GB পর্যন্ত RAM, 6000mAh ব্যাটারি, 70 ওয়াট ফাস্ট চার্জিং, 6.78 ইঞ্চির ডিসপ্লে এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেটের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Tecno Pova 6 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনের বেজল মাত্র 1.3 মিমি চওড়া।

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি57 এমসি2 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB এবং 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে extended RAM ফিচার ব্যাবহার করে 12GB পর্যন্ত এক্সট্রা RAM উপভোগ করা যায়। অর্থাৎ এই ফোনে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 3x অপটিক্যাল জুম এবং 10x ডিজিটাল জুম সাপোর্টেড 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ সেন্সর এবং AI লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট এবং 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Tecno Pova 6 Pro 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP53 রেটিং, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ডলবি অ্যাটমস, হাই রেস অডিও, ডুয়েল স্পিকার, ডায়নামিক পোর্টের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

Tecno Pova 6 Pro 5G ফোনের দাম এবং সেল

  • Tecno Pova 6 Pro 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। বাজারে এই ফোনের 8GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেল সেল করা হবে।
  • 8GB RAM + 256GB মেমরি সহ ফোনটির বেস মডেল 19,999 টাকা এবং টপ মডেলটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি Meteorite Grey এবং Comet Green কালারে সেল করা হবে।
  • লঞ্চ অফার হিসাবে কোম্পানি এই ফোনে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ফলে এই ফোনের বেস মডেল মাত্র 17,999 টাকা এবং টপ মডেল 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • আগামী 4 এপ্রিল দুপুর 12:00টা থেকে শপিং সাইট আমাজনে এই ফোনের সেল শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here