বিনামূল্যে 3 মাসের রিচার্জ করছে সরকার, জেনে নিন এই ম্যাসেজের সত্যতা

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত একটি ম্যাসেজ ভাইরাল হচ্ছে। এই ম্যাসেজে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রিচার্জ করা হবে বলে জানানো হচ্ছে। ম্যাসেজে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী বিনামূল্যে রিচার্জ প্রকল্প হিসেবে 3 মাস পর্যন্ত কোনো রকম টাকা ছাড়াই ফোন ব্যাবহার করা যাবে। যেসব ইউজাররা এই ধরনের ম্যাসেজ পেয়েছেন, তাদের জন্য এই পোস্টে এর সত্যতা সম্পর্কে জানানো হল।

3 মাসের ফ্রি রিচার্জ দিচ্ছে সরকার

এই পোস্টে বিনামূল্যে রিচার্জ সম্পর্কিত ম্যাসেজের সম্পূর্ণ সত্যতা জানানো হল। এটি দ্রুতগতিতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং X (টুইটার) এর মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। তবে জানিয়ে রাখি এই ম্যাসেজের আসল সত্য হল, সরকারের পক্ষ থেকে এই রকম কোনো ধরনের প্রকল্প সম্পর্কে তথ্য জানানো হয়নি, যেখানে বিনামূল্যে রিচার্জের কথা বলা হয়েছে।

PIB Fact Check এর পক্ষ থেকে দ্রুত ভাইরাল হওয়া এই ম্যাসেজ সম্পর্কে থেকে একটি তথ্য শেয়ার করা হয়েছে। PIB তাদের X এর অফিসিয়াল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, সরকারের নামে ভাইরাল হওয়া এই ম্যাসেজ সম্পূর্ণ ফেক। তাই আপনাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই ম্যাসেজে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটি আসলে ফিশিং ট্র্যাপ। ইউজাররা এই লিঙ্কে ক্লিক করলেই একটি ফেজ ওয়েবসাইটে পৌঁছে যাবেন, এর ফলে ইউজারদের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারণা করা হবে।

কিভাবে জানাবেন ফেক ম্যাসেজের অভিযোগ?

যেসব ইউজারদের কাছে এই ধরনের কোনো ম্যাসেজ এসেছে এবং তাঁরা মনে করছেন এটি ফেক, তাহলে তাঁরা এর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। হ্যাঁ, গ্রাহকরা WhatsApp এর সাহায্যে +91879971159 নম্বরে ম্যাসেজ করে অভিযোগ জানাতে পারেন। একইসঙ্গে আপনারা ইমেলের মাধ্যমে [email protected] আইডিতেও অভিযোগ পাঠাতে পারবেন।

কিভাবে চিনবেন ফেক ম্যাসেজ?

প্রায়ই এইসব ফেক ম্যাসেজ চেনা খুব কঠিন হয় না, কারণ সাধারণত এই ধরনের ম্যাসেজে গ্রাহকদের ফ্রির লোভ দেখানো হয়। একইসঙ্গে ম্যাসেজে লেখা শব্দগুলিতে ভালোভাবে নজর দিতে হবে। প্রায়ই ফেক ম্যাসেজে শব্দগুলি ভুলভাবে লেখা থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here