অনলাইনে অর্ডার করা হয় 1.20 লক্ষ টাকার Apple MacBook Pro, Amazon পাঠিয়েছে কুকুরের বিস্কুট

অনলাইন শপিং যতটা সহজ আবার ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। আগে অনেকবার এই ধরনের ঘটনার কথা শোনা গেছে যেখানে অনলাইনে আইফোন বা অন্য কোনো দামি প্রোডাক্ট অর্ডার করার পর হাতে এসে পৌঁছিয়েছে বাসন মাযার সাবান বা ইট। এইসব ব্যাপার শুনতে হাস্যকর লাগলেও আসল যন্ত্রণা শুধু সেই বুঝতে পারে জার সাথে ঘটেছে। আবারও এই ধরনের একটি ঘটনার কথা সামনে এসেছে যেখানে Amazon থেকে প্রায় 1,20,000 টাকা দামের Apple MacBook Pro অর্ডার করার পর ডেলিভারি করা হয়েছে কুকুরের খাবার Pedigree। আরও পড়ুন: 54,999 টাকার OnePlus 10T 5G ফোনের বাক্সে পাওয়া গেলো বাসন ধোয়ার সাবান! সঙ্গে আবার 10g Extra

সোয়া লাখ টাকার ল্যাপটপের বদলে কুকুরের বিস্কুট!

ইংল্যান্ডের Derbyshire-এ বসবাসকারী 61 বছর বয়সী Alan Wood এর সঙ্গে এই অবাক করা ঘটনাটি ঘটেছে। আমাদের পাওয়া খবর অনুযায়ী অ্যালান তাঁর মেয়ের জন্য একটি Apple MacBook Pro কিনতে চেয়েছিলেন। তিনি এই ল্যাপটপ কেনার জন্য শপিং সাইট আমাজনকে বেছে নেন এবং নিজের পছন্দের Apple MacBook Pro অর্ডার করেন। এই ল্যাপটপের দাম ছিল £1,200 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1,20,700 টাকার কাছাকাছি। তিনি তাঁর ল্যাপটপের দাম পুরোপুরি মিটিয়ে দেন এবং খুশি মনে নতুন ল্যাপটপের জন্য অপেক্ষা করছিলেন।

তাড়াতাড়ি Apple laptop পাওয়ার জন্য অ্যালান উড ‘next-day delivery’ অপশন সিলেক্ট করেছিলেন। তিনি 29 নভেম্বর অর্ডার করেন এবং আমাজনের পক্ষ থেকে তার পরের দিন অর্থাৎ 30 নভেম্বর প্রোডাক্ট ডেলিভারি করে দেওয়া হয়। মেয়ের জন্য কেনা নতুন ল্যাপটপ হাতে পেয়ে খুশি এবং উতসাহে তিনি বাক্স খুলে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেন। বাক্সে MacBook Pro এর বদলে রাখা ছিল কুকুরের খাবার Pedigree Chum। আরও পড়ুন: Flipkart থেকে 50 হাজারের ল্যাপটপ অর্ডার করে হাতে পেলেন ঘড়ি ডিটারজেন্ট সাবান! মাথায় হাত ক্রেতার

দায় সারা Amazon

£1,200 দামের Apple MacBook Pro এর বদলে Pedigree Chum dog food হাতে পেয়ে অ্যালান Amazon এর সঙ্গে যোগাযোগ করলে কোম্পানির পক্ষ থেকে এই ঘটনা তাদের ভুল মানতে নারাজ হয়ে কোনো রকমের সাহায্য করতে অস্বীকার করা হয়। রিপোর্ট অনুযায়ী অ্যালান বিগত 20 বছর ধরে আমাজন থেকে শপিং করছেন, তবে তাঁর সঙ্গে এই ধরনের অনলাইন ফ্রড আগে কোনো দিন হয়নি। পরে এই ঘটনার কথা প্রকাশ্যে এলে আমাজন দাম রিফান্ড করার কথা মেনে নেয় এবং Apple MacBook Pro এর জন্য নেওয়া দাম অ্যালানকে ফেরত দিয়ে দেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here