ভারতে 5 বছর পূরণ করল Vivo, সেলিব্রেশনের জন্য বিভিন্ন ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট এবং 2,999 টাকার হেডফোন ফ্রি

চীনের কোম্পানি Vivo 2014 সালে ভারতে পা রেখেছিল। এই বছর ভারতের মাটিতে কোম্পানির পাঁচ বছর পূর্ণ হল। এই পাঁচ বছরে কোম্পানি বিভিন্ন বাজেটে অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করেছে, যা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। Vivo বিভিন্ন সময়ে পপ আপ ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল পপ আপ এবং পাঞ্চ হোল ডিসপ্লের মতো একাধিক অ্যাডভান্স টেকনোলজিও পেশ করেছে। Vivo এর পক্ষ থেকে পাঁচটি সফলতাময় বছরের খুশিতে সেলিব্রেট করা হচ্ছে এবং কোম্পানির ফ‍্যানদের সঙ্গে এই খুশি শেয়ার করে নেওয়ার জন্য কোম্পানি সেলের আয়োজন করেছে।

আরও পড়ুন : ওড়িশায় দুর্ঘটনা : বিস্ফোরণে মৃত্যু হল ফোন মাথার কাছে রেখে ঘূমন্ত 22 বছর বয়সী যুবকের

অফার

বর্ষপূর্তির অবসরে কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo Z1x এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। কোম্পানি এই নতুন ভেরিয়েন্ট 15,990 টাকা দামে লঞ্চ করেছে। অন‍্যদিকে Vivo Z1x এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,990 টাকা এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 18,990 টাকা দামে পেশ করা হয়েছিল। কিন্তু সেল উপলক্ষে ফোনটির 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,990 টাকা এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 17,990 টাকা দামে বিক্রি করা হচ্ছে। 

5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত কোম্পানির সস্তা স্মার্টফোন Vivo U10 এই সেলে আরও সস্তায় বেচা হচ্ছে। ফোনের 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু সেল উপলক্ষে এই ভেরিয়েন্টটি মাত্র 9,490 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে 10,990 টাকা দামে লঞ্চ হ‌ওয়া Vivo U10 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এই সেলে মাত্র 9,990 টাকার বিনিময়ে বেচা হচ্ছে।

আরও পড়ুন : চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন

এক্সট্রা বেনিফিট

ডিসকাউন্ট ছাড়াও শপিং সাইট আমাজন, ফ্লিপকার্ট ও ভিভো ডট কম থেকে কোম্পানির স্মার্টফোন কিনলে 1,000 টাকার ক‍্যাশব‍্যাক‌ও পাওয়া যাচ্ছে। ফোন কেনার সময় গ্ৰাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম দিলে ফোনের দামে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। Vivo Z1 Pro এবং Vivo Z1x ফোনদুটি কেনার সময় কোম্পানি 1,000 টাকা অতিরিক্ত ছাড় দিচ্ছে যা প্রিপেইড পেমেন্টের সময় পাওয়া যাবে। এক‌ইভাবে Vivo U10 ফোনটি কেনার প্রিপেইড পেমেন্টে 500 টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 Pro এবং Vivo V15 Pro কেনার সময় এক্সচেঞ্জ অফারে 1,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এক‌ইভাবে এক্সচেঞ্জ অফারে Vivo S1 ফোনটি কিনলে 700 টাকা লাভ হবে। কোম্পানি তাদের Vivo Y17, Vivo Y15 এবং Vivo Y12 ফোনগুলিতে এক্সচেঞ্জ অফারে 500 টাকা লাভ পাওয়া যাবে। 

আরও পড়ুন : Exclusive : নভেম্বরে লঞ্চ হবে Samsung এর নতুন M সিরিজের ফোন, নাম দেওয়া হতে পারে Galaxy M50

3,000 টাকার হেডফোন পাওয়া যাচ্ছে বিনামূল্যে

Vivo তাদের ফোন কম দামে বেচার সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ডিসকাউন্ট‌ও দিচ্ছে। এর সঙ্গে Vivo এক্সচেঞ্জ অফারে ব্লুটুথ হেডফোন‌ও বিনামূল্যে দিচ্ছে। অর্থাৎ পুরোনো ফোন বদলে নতুন ফোন কিনলে কোম্পানি ফ্রিতে হেডফোন‌ও দিচ্ছে। Vivo V17 Pro এবং Vivo V15 Pro এক্সচেঞ্জ অফারে কিনলে কোম্পানির পক্ষ থেকে 2,999 টাকার হেডফোন তো দেওয়া হবেই এবং সঙ্গে আরও 1,000 টাকা ছাড় দেওয়া হবে। 

এক‌ইভাবে কোম্পানি Vivo V15 এবং Vivo S1 ফোনদুটি কিনলে কোম্পানি 1,999 টাকা দামের হেডফোন এবং 700 টাকা ছাড় দিচ্ছে। এক‌ইভাবে এক্সচেঞ্জ অফারে Vivo Y17, Vivo Y15 এবং Vivo Y12 স্মার্টফোন কিনলে 500 টাকার ডিসকাউন্টের সঙ্গে 999 টাকা দামের হেডফোন বিনামূল্যে পাওয়া যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি আইসিআইসিআই এবং এইচডিএফসি ব‍্যাঙ্কের গ্ৰাহকরা ফোন কিনলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। Vivo তাদের এই সেল আগামী 30 নভেম্বর পর্যন্ত চালাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here