Vivo এই বছরের মে মাসে তাদের ঘরোয়া মার্কেটে S সিরিজের স্মার্টফোন পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Vivo S1 এবং Vivo S1 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। একটি নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি এবার এই সিরিজে Vivo S5 নামে নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। Vivo S5 ফোনটি চীনের গায়ক Cai Xukun এর হাতে স্পট করা হয়েছে।
আরও পড়ুন : Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক
একটি মিডিয়া ইন্টারভিউতে এই ফোনটি স্পট করা গেছে। আপাতত এই মুহূর্তে এই সিরিজে Vivo S1 এবং Vivo S1 Pro স্মার্টফোন আছে। মনে করা হচ্ছে যে Vivo S5 এই সিরিজের আগের ফোনের আপগ্ৰেডেড ভার্সন হবে।
জানিয়ে রাখি Xukun Vivo S1 সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। ইন্টারভিউয়ের ভিডিওতে দেখা গেছে Vivo S5 ফোনটির ডিজাইন Vivo S1 এবং Vivo S1 Pro এর থেকে যথেষ্ট আলাদা। Slashleaks লিকে এই ইন্টারভিউ ভিডিওর স্ক্রিনশট শেয়ার করা হয়েছে।
স্ক্রিনশট থেকে ধারণা করা হচ্ছে Vivo S5 ফোনটির ব্যাক প্যানেলে ডায়মন্ড শেপ ক্যামেরা মডিউল থাকবে। এই ক্যামেরা মডিউল দেখে মনে করা হচ্ছে যে এতে অটোফোকাস সেন্সর ও এলইডি ফ্ল্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। তবে Vivo S1 এবং Vivo S1 Pro তে ভার্টিক্যাল শেপে ক্যামেরা ছিল।
Vivo S1 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে।
আরও পড়ুন : Samsung Galaxy A80 এর দাম কমল 8,000 টাকা, জেনে নিন নতুন দাম
এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আপাতত ভারতে ফোনটির 4 জিবি র্যামের প্রিবুকিং চালু হয়েছে কিন্তু এই ফোনটির 6 জিবি ভেরিয়েন্টও লঞ্চ করা হতে পারে।
ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Xiaomi শুরু করেছে আগামী বছরের পরিকল্পনা, লঞ্চ হবে 10টিরও বেশি 5জি স্মার্টফোন
কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানি এতে 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন