5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হলো Oppo AI 2020, দাম 20,000 টাকারও কম

Oppo কিছু দিন আগে ঘোষণা করেছিল তারা ভারতে তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। এই উদ্দেশ্যে কোম্পানি এই সিরিজের পোর্টফোলিও আরও বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন ফোন Oppo A9 2020Oppo A5 2020 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই দুটি স্মার্টফোন‌ই কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা হবে। চলুন জেনে নেওয়া যাক Oppo এর এই লেটেস্ট স্মার্টফোনদুটি সম্পর্কে। 

ভারতে লঞ্চ হলো Samsung Galaxy A50s এবং Galaxy A30s, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত স্পেসিফিকেশন

দাম ও সেল

Oppo A9 2020 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে 16,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 19,990 টাকা দামে মার্কেটে নিয়ে আসা হয়েছে। এই স্মার্টফোনটি আগামী 16 সেপ্টেম্বর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে এবং 19 সেপ্টেম্বর থেকে ফোনটির অফলাইন সেল শুরু হয়ে যাবে। Oppo A9 2020 ফোনটি মেরিন গ্ৰিন ও স্পেস পার্পল কালার ভেরিয়েন্টে কেনা যাবে। 

Oppo A5 2020 ফোনটির 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজযুক্ত বেস ভেরিয়েন্ট 12,490 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,990 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ড‍্যাজলিং হোয়াইট ও মিরর ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে আগামী 21 সেপ্টেম্বর থেকে অনলাইন শপিং সাইট আমাজন ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে। 

লঞ্চ হলো Apple iPhone 11 সিরিজ, দাম 64,900 টাকা থেকে শুরু,।জেনে নিন ফোনগুলির সব ডিটেইলস

ক‍্যামেরা সেগমেন্ট 

Oppo A9 2020 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Oppo A9 2020 তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Oppo A5 2020 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Oppo A5 2020 তে 8 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

মোবাইল ইন্টারনেট স্পীডে পিছিয়ে ভারত, দেখুন অন‍্যান‍্য দেশের হাল

স্পেসিফিকেশন

Oppo A9 2020 এবং Oppo A5 2020 দুটি ফোনেই 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ন‍্যানো ওয়াটারড্রপ নচ এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই দুটি স্মার্টফোন‌ই অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। 

Oppo A Series 2020 এর দুটি স্মার্টফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলাম ফিচার‌ও আছে। এছাড়া বেসিক কানেক্টিভিটি ফিচার ও ওটিজি সাপোর্টের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here