5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল Vivo U20, মাত্র 10,990 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই দুর্দান্ত স্মার্টফোন

বেশ কিছু দিন ধরে টেক কোম্পানি Vivo এর ডায়মন্ড শেপ রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন V17 সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। চারদিকে একটাই প্রশ্ন উঠছে Vivo V17 ভারতে কবে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে Vivo V17 এর লঞ্চ সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু এই ফোনটি লঞ্চের আগে কোম্পানি ভারতীয় মার্কেটে অন‍্য একটি নতুন ফোন Vivo U20 লঞ্চ করে দিয়েছে। Vivo U20 ফোনটি কোম্পানির পক্ষ থেকে লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে যা 10,990 টাকার প্রাথমিক দামে আগামী 28 নভেম্বর থেকে সেল করা হবে।

আরও পড়ুন : মাত্র 17 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Xiaomi স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করল 100W চার্জিং টেকনোলজি

লুক ও ডিজাইন

Vivo U20 ফোনটি বেজল লেস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিনের ওপর দিকে “ইউ” শেপের একটু চ‌ওড়া ধরনের নচ দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট আছে। নচের ওপর দিকে স্পীকার অবস্থিত। Vivo U20 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে।

Vivo U20 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে “AI Triple Camera” লেখা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং নিচের বাঁদিকে Vivo এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে এবং এর ডানদিকে স্পীকার ও বাঁদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক অবস্থিত।

আরও পড়ুন : Reliance Jio সেপ্টেম্বরে পেল 69 লক্ষ নতুন গ্ৰাহক, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

স্পেসিফিকেশন

Vivo U20 ফোনটি 90.3 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 এআইই চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo U20 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo U20 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : 4,000 টাকা সস্তা হল Honor 20i, এখন মাত্র 10,999 টাকা দামে পাওয়া যাবে এই অসাধারণ ট্রিপল ক‍্যামেরা ফোন

ভারতে Vivo U20 ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টের মেমরিই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। Vivo U20 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Vivo U20 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

দাম ও সেল

Vivo U20 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 মেমরি ভেরিয়েন্টের দাম 11,990 টাকা রাখা হয়েছে। Vivo U20 ফোনটি গ্ৰেডিয়েন্ট ফিনিশযুক্ত ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে আগামী 28 নভেম্বর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। কোম্পানি ফ‍্যানদের কথা মাথায় রেখে লঞ্চ অফার‌ও পেশ করেছে যেখানে প্রিপেইড পেমেন্টের সঙ্গে Vivo U20 কিনলে ফোনটি 1,000 টাকা সস্তায় পাওয়া যাবে। অর্থাৎ ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,990 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 10,990 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here