ভারতে লঞ্চ হলো Samsung Galaxy A50s এবং Galaxy A30s, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত স্পেসিফিকেশন

Samsung ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন‌ই “Galaxy A” সিরিজে পেশ করা হয়েছে যার নাম Samsung Galaxy A50s এবং Galaxy A30s। এই দুটি স্মার্টফোন‌ই সুন্দর লুকের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও অসাধারণ স্পেসিফিকেশন সাপোর্ট করে। Galaxy A সিরিজের এই ফোনদুটির মাধ্যমে Samsung মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেটে তাদের আধিপত্য আরও শক্ত করে নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy A50s এবং Galaxy A30s ফোনদুটির সব ডিটেইলস। 

মোবাইল ইন্টারনেট স্পীডে পিছিয়ে ভারত, দেখুন অন‍্যান‍্য দেশের হাল

দাম ও সেল
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A50s ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 22,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে Samsung Galaxy A30s ফোনটি কোম্পানির পক্ষ থেকে 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কোম্পানি এখনও পর্যন্ত ঘোষণা করেনি। Samsung Galaxy A30s এবং Samsung Galaxy A50s দুটি স্মার্টফোন‌ই প্রিজম ক্রশ ব্ল‍্যাক, প্রিজম ক্রশ হোয়াইট, প্রিজম ক্রশ গ্ৰীন ও প্রিজম ক্রশ ভায়োলেট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং ফোনদুটির সেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 

Samsung Galaxy A50s 
Samsung এর পক্ষ থেকে Galaxy A50s ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি “ইউ” ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়াড 2.3 গিগাহার্টস + কোয়াড 1.7 গিগাহার্টস প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 9611 চিপসেটে রান করে। 

Samsung Galaxy A50s ফোনটি কোম্পানির পক্ষ থেকে 4 জিবি ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি করে ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A50s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 

Mi Mix 4 এ থাকতে পারে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, লিক হলো স্পেসিফিকেশন

এর সঙ্গে Samsung Galaxy A50s এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A50s এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য Samsung Galaxy A50s এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

Samsung Galaxy A30s 
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A30s ফোনটি 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি “ভি” ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা ডুয়েল 1.8 গিগাহার্টস + হেক্সা 1.6 গিগাহার্টস প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 7904 চিপসেটে রান করে। 

Samsung Galaxy A30s ফোনটি ভারতে 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 64 জিবি এবং 128 জিবির দুটি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটির মেমরিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A30s এও ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। 
Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার

সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A30s এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Samsung Galaxy A30s এও সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here