সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y31, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ

চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি এই সিরিজে Vivo Y31 নামের একটি নতুন স্মার্টফোন পেশ করতে পারে। এক সঙ্গে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে এই তথাকথিত ফোনটি লিস্টেড হতে দেখা গেছে, যার ফলে শীঘ্রই ফোনটি লঞ্চ হ‌ওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে। এই ফোনটি NBTC এর সঙ্গে সিঙ্গাপুরের IMDA ও রাশিয়ার EEC সাইটে সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ লিস্টেড করে দেওয়া হয়েছে যার ফলে মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই ভারতেও পেশ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Realme আনছে Narzo সিরিজের স্মার্টফোন, আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 30 ও Narzo 30 Pro

সবার আগে টেক ওয়েবসাইট MySmartPrice তথাকথিত Vivo Y31 ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পট করেছে। রিপোর্ট অনুযায়ী ভিভোর একটি ফোনের মডেল নাম্বার V2036 যা NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটিই Vivo Y31। তবে এই সার্টিফিকেশনে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু বোঝা যাচ্ছে এই ফোনে 4জি কানেক্টিভিটি সাপোর্ট করবে।

রিপোর্টে আরও বলা হয়েছে ভারতীয় ওয়েবসাইট BIS এও Vivo Y31 ফোনটি দেখা গেছে। এর থেকে ধারণা করা যায় ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। ভারতের ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড অর্থাৎ BIS এর লিস্টিঙে Vivo Y31 ফোনটি V2031 ও V2036 মডেল নাম্বারসহ দেখা গেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই আমাজনে লিস্টেড হল Moto G Stylus (2021), জানা গেছে দাম ও স্পেসিফিকেশন

এছাড়া ভিভোর এই ফোনটি রাশিয়ার EEC ও সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে V2036 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এই ফোনটির অস্তিত্ব সম্পর্কে কিছু জানায়নি।

কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল ভিভো তাদের লেটেস্ট ‘ভি20’ সিরিজ আপগ্রেড করার পরিকল্পনা করছে। কয়েক দিন আগে ইন্দোনেশিয়া টেলিকম ও BIS এ Vivo V20 (2021) ফোনটি দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here