চীনের টেলিকম সাইটে লিস্টেড হল Vivo Y36m, জেনে গেল ডিজাইন, দাম এবং সেল ডিটেইলস

এই বছরের জুন মাসে ভিভো ভারতে Y36 ফোনটি লঞ্চ করেছিল। এবার চীনে এই ফোনের আরেকটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। চায়না টেলিকম ওয়েবসাইটে এই ফোনটি আমরা Vivo Y36m নামে দেখেছি। লিস্টিং থেকে Vivo Y36m ফোনটির দাম এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: সামনে এল Tecno Spark 20C এর ডিজাইন এবং পাওয়ার, গুগল প্লে কনসোলে হল লিস্টেড

Vivo Y36m এর দান এবং সেল

এই ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট CNY 1,499 অর্থাৎ প্রায় 17,200 টাকা দামে লঞ্চ করা হবে। একইভাবে ফোনটির 8GB RAM এবং 256GB মডেলের দাম CNY 1,799 অর্থাৎ প্রায় 20,600 টাকা রাখা হতে পারে। আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর Vivo Y36m ফোনটি অফিসিয়ালি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত এই ফোনটি শুধুমাত্র চীনেই সেল করা হবে এবং গ্লোবাল লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Vivo Y36m এর ডিজাইন এবং কালার

কিছুটা গোলাকার কোণা সহ এতে আয়তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা অনেকটা Vivo Y36 এর মতো দেখতে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থিত। এই ফোনের পাওয়ার বাত্নের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হতে পারে। তবে Vivo Y36 এর পাঞ্চ হোল ডিসপ্লের বদলে এই ফোনে আগের মতো নচ দেখা যাবে। Vivo Y36m ফোনটি ব্ল্যাক ইঙ্কস্টোন এবং গ্রীন গ্লেজ কালারে পেশ করা হবে। আরও পড়ুন: সামনে এল OPPO Reno 11 সিরিজের প্রথম ঝলক এবং লঞ্চ ডেট, দেখে নিন ডিজাইন

Vivo Y36m এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y36m ফোনে 1612 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির ডিসপ্লে থাকবে।
  • প্রসেসর: লিস্টিং কোড অনুযায়ী এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 বা ডায়মেনসিটি 6020 চিপসেট দেওয়া হবে।
  • স্টোরেজ: এই ফোনে 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ থাকতে পারে।
  • ওএস: Y36m ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএসে কাজ করবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
  • অন্যান্য: Vivo Y36m ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এমএম হেডফোন জ্যাক থাকবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here