11GB RAM, 64MP Camera আর 5,000mAh ব‍্যাটারী পাওয়ারের সাথে Dibo Y53s NFC হলো লঞ্চ, দেখে নিন এর দাম

Vivo আজকে অন্তরাষ্ট্রিয় বাজারে নিজের ‘ওয়াই’ সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y53s NFC লঞ্চ করেছে। এটি এই সিরিজের তৃতীয় মডেল আর কোম্পানি এর আগে Vivo Y53s 4G আর Vivo Y53s 5G Phone ও লঞ্চ করেছে। ফোনের 5জি মডেলকে যেখানে Snapdragon 480 চিপসেটে পেশ করা হয়েছে এবং 4জি মডেলে MediaTek Helio G80 চিপসেট দেওয়া হয়েছিল। আবার আজকে পেশ হ‌ওয়া ভিভো ওয়াই53এস এন‌এফসি এডিশন‌ও 8GB RAM আর 64MP ক‍্যামেরার সাথে মিডিয়াটেক চিপসেটে‌ই রান করে।

Vivo Y53s NFC এর স্পেসিফিকেশন্স

ভিভো ওয়াই53এস এন‌এফসি মডেলকে কোম্পানির পক্ষ থেকে 2408 × 1080 পিক্সেল রেজিউলেশনের 6.58 ইঞ্চির ফুল‌এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা এলসিডি পি3 কালার গামুট প‍্যানেলে কাজ করে। Vivo Y53s NFC এর ডায়মেনশান 164.00×75.46×8.38 মিমি আর ওজন 190 গ্রাম। এই ভিভো ফোনটি ইন্দোনেশিয়ান মার্কেটে Deep Sea Blue আর Fantastic Rainbow কালারে এন্ট্রি নিয়েছে।

Vivo Y53s NFC কে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 এ পেশ করা হয়েছে যা ফানটাচ ওএস 11.1 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেক হেলিয়ো জি80 চিপসেট দেওয়া আছে। এই ভিভো ফোনটিকে 8 জিবি র‍্যাম মেমোরি‌তে লঞ্চ করা হয়েছে যা 3 জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে। অর্থাৎ Vivo Y53s NFC ফোন 11GB পর্যন্ত র‍্যাম পাওয়ার প্রদান করতে সক্ষম। ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে Vivo Y53s NFC মডেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর এতো অ্যাপার্চারের‌ই 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Vivo Y53s NFC ডুয়াল সিম সাপোর্ট করে। 3.5মিমি জ‍্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথেই সিকিউরিটির জন্য যেখানে ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেও‌য়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ভিভো ফোনে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী সাপোর্ট করে। ইন্ডোনেশিয়াতে এই ফোনটিকে 3,699,000 তে লঞ্চ করা হয়েছে যা ভারতীয় কারেন্সি অনুযায়ী 19,000 টাকা প্রায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here