Jio এর এমন 8টি প্ল‍্যান যা রিচার্জ করলে আর আলাদা করে কলিং রিচার্জ করতে হবে না, জেনে নিন সম্পূর্ণ তথ্য

Reliance Jio এর পক্ষ থেকে কিছু দিন আগে জানানো হয় যে অন‍্যান‍্য অপারেটরকে তাদের আইইউসি চার্জ দিতে হচ্ছে যার ফলে তাদের ফ্রি ভয়েস কলিং পরিষেবা কোম্পানি বন্ধ করেছে এবং যদি কোনো জিও গ্ৰাহক অন্য নেট‌ওয়ার্কে কল করেন তবে তাকে 6 পয়সা প্রতি মিনিটের দরে দাম দিতে হবে। পরে কোম্পানি জানায় তারা আলাদাভাবে এমন কিছু প্ল‍্যান পেশ করবে যেগুলি রিচার্জ করলে অন‍্যান‍্য কোম্পানির কোনো নাম্বারে কল করলে কোনো টাকা চার্জ করা হবে না। কোম্পানি এবার অল ইন ওয়ান নামে 8টি প্ল‍্যান পেশ করেছে। এর মধ্যে 4টি প্ল‍্যান সেইসব Jio গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে যারা তাদের রিলায়েন্স জিও 4জি সিম যে কোনো স্মার্টফোনে ব‍্যবহার করতে পারেন এবং অন্য 4টি প্ল‍্যান জিওফোন ইউজারদের জন্য। চলুন এই অল ইন ওয়ান প্ল‍্যানগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক। 

আরও পড়ুন : Apple iPhone SE2 এর কাজ শুরু হবে জানুয়ারিতে, মার্চ মাসে হবে সেল

Jio Phone অল ইন ওয়ান প্ল‍্যান :

Jio Phone 75 টাকার প্ল‍্যান : আগে Jio Phone ইউজারদের জন্য প্রাথমিক রিচার্জ প্ল‍্যান ছিল 49 টাকা দামের। অল ইন ওয়ান প্ল‍্যানের ক্ষেত্রে প্রাথমিক দাম 75 টাকা। এই প্ল‍্যানের দাম একটু বেশি মনে হচ্ছে ঠিকই, কিন্তু জানিয়ে রাখি এই প্ল‍্যানে 3 জিবি 4জি ডেটা পাওয়া যায়। যেখানে দাঁড়িয়ে আগে মাত্র 1 জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল‍্যানে জিও টু জিও অন নেট কলিং আগের মতোই ফ্রি আছে। অন‍্য নেট‌ওয়ার্কে কল করার জন্য এই প্ল‍্যানে 500 মিনিটের কলিং দেওয়া হবে। এছাড়া প্রতিটি জিও অ্যাপ বিনামূল্যে ব‍্যবহার করা যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। 

Jio Phone 125 টাকার প্ল‍্যান : Jio Phone ইউজারদের জন্য অল ইন ওয়ান প্ল‍্যানের লিস্টে এটি দ্বিতীয় প্ল‍্যান এবং এই প্ল‍্যানে মোট 14 জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ ইউজার প্রতিদিন 512 এমবি 4জি ডেটা উপভোগ করতে পারবেন। জিও টু জিও আনলিমিটেড কলিঙের সঙ্গে এই ফোনে অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কলের জন্য 500 মিনিটের কলিং ফ্রিতে দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানেও জিও অ্যাপের পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন

আরও পড়ুন : Motorola লঞ্চ করল অত্যন্ত সস্তা স্মার্টফোন Moto E6 Play

Jio Phone 155 টাকার প্ল‍্যান : এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন এবং এই প্ল‍্যানেও 500 মিনিট অফ নেট কলের সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। এই প্ল‍্যানেও জিও টু জিও কল বিনামূল্যে আনলিমিটেড উপভোগ করা যাবে। সবচেয়ে বড় কথা এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে মোট 28 জিবি 4জি ডটা পাওয়া যায়। 

Jio Phone 185 টাকার প্ল‍্যান : যদি আপনি জিওফোনে প্রচুর পরিমাণে ডেটা ব‍্যবহার করেন তবে এই প্ল‍্যানটি আপনার জন্য। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন, অর্থাৎ দিনে মোট 56 জিবি ডেটা ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানেও জিও টু জিও কল আনলিমিটেড এবং অফ নেট কল 500 মিনিট পাওয়া যাবে। এছাড়া জিও অ্যাপের ফ্রি সার্ভিস তো আছেই। 

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Moto G8 Plus, দাম 13,999 টাকা

4জি স্মার্টফোনের জন্য Jio অল ইন ওয়ান প্ল‍্যান :  

Jio 222 টাকার প্ল‍্যান : যদি আপনি কোম্পানির নির্ধারিত আইইউসি চার্জ দিতে না চান তবে জানিয়ে রাখি Jio আপনার জন্য এইসব অল ইন ওয়ান প্ল‍্যান পেশ করেছে। এর মধ্যে প্রাথমিক প্ল‍্যানের দাম 222 টাকা। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি 4জি ডেটা পাওয়া যাবে এবং এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। অর্থাৎ 28 দিনে মোট 56 জিবি ডেটা উপভোগ করা যাবে। এই প্ল‍্যানে জিও টু জিও কলিং আনলিমিটেড ফ্রি এবং অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কলের জন্য মোট 1,000 মিনিট দেওয়া হবে। 

Jio 333 টাকার প্ল‍্যান : এই দ্বিতীয় প্ল‍্যানটি 56 দিনের জন্য পেশ করা হয়েছে। এই প্ল‍্যানেও প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে অর্থাৎ 56 দিনে মোট 112 জিবি 4জি ডেটা উপভোগ করা যাবে। এর সঙ্গে অফ নেট কলের জন্য 1,000 মিনিট কলিং ফ্রিতে পাওয়া যাবে। অন‍্যান‍্য প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানেও জিও টু জিও কলিং আনলিমিটেড ফ্রিতে পাওয়া যাবে। 

আরও পড়ুন : TikTok এর বাজিমাত, ফেসবুক-ইনস্টাগ্রামকে পেছনে ফেলে হয়ে গেল সবচেয়ে বেশি ডাউনলোড হ‌ওয়া অ্যাপ

Jio 444 টাকার প্ল‍্যান : কোম্পানি 4জি স্মার্টফোনের জন্য অল ইন ওয়ান প্ল‍্যান হিসেবে 444 টাকার প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 84 দিন অর্থাৎ প্রায় তিন মাসের কাছাকাছি এবং এই প্ল‍্যানেও প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ 84 দিনে মোট 168 জিবি ডেটা ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানে 1,000 মিনিট অফ নেট এবং আনলিমিটেড অন নেট কল পাওয়া যাবে। 

Jio 555 টাকার প্ল‍্যান : যদি আপনি বেশি পরিমাণে ডেটার সঙ্গে বেশি পরিমাণে অফ নেট কল চান তবে আপনার জন্য আছে কোম্পানির 555 টাকার প্ল‍্যান। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটার সঙ্গে অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কল করার জন্য 3,000 মিনিটের কলিং পাওয়া যাবে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন। 

আরও পড়ুন : আসতে চলেছে OPPO Reno S, এতে থাকবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট এবং 65 ওয়াট Super VOOC 2.0 টেকনোলজি

অতিরিক্ত কলের জন্য প্ল‍্যান 

যদি আপনি অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে অতিরিক্ত পরিমাণে কল করেন তবে কোম্পানির কাছে আপনার জন‍্য‌ও প্ল‍্যান আছে। কোম্পানি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত প্ল‍্যান পেশ করেছে। 10 টাকা দামের প্ল‍্যান রিচার্জ করলে অন‍্যান‍্য নাম্বারে 124 মিনিট কথা বলা যায়। এক‌ই ভাবে 20 টাকা দামের প্ল‍্যানে 249 মিনিট, 50 টাকা দামের প্ল‍্যানে 656 মিনিট এবং 100 টাকা দামের প্ল‍্যানে 1,362 মিনিট পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here