5 নভেম্বর লঞ্চ হবে বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Xiaomi Mi CC9 Pro

চীনের টেক কোম্পানি Xiaomi মার্কেটে “CC” নামে একটি নতুন স্মার্টফোন সিরিজ পেশ করেছিল। কোম্পানির ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে এই সিরিজে এক সঙ্গে দুটি স্মার্টফোন যথাক্রমে Mi CC9e এবং Mi CC9 লঞ্চ করা হয়েছিল। এবার এই সিরিজের সবচেয়ে শক্তিশালী এবং অ্যাডভান্স স্মার্টফোন Mi CC9 Pro লঞ্চের জন্য প্রস্তুত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই ফোনটি সম্পর্কে একাধিক খবর পাওয়া যাচ্ছে এবং এবার ফোনটির লঞ্চ ডেট জানা গেছে। Mi CC9 Pro আগামী 5 নভেম্বর টেক মঞ্চে পেশ করা হবে। 

আরও পড়ুন : Jio এর এমন 8টি প্ল‍্যান যা রিচার্জ করলে আর আলাদা করে কলিং রিচার্জ করতে হবে না, জেনে নিন সম্পূর্ণ তথ্য

Mi CC9 Pro ফোনটির লঞ্চ ডেট অন‍্য কেউ নয়, বরং স্বয়ং কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। শাওমি চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে Mi CC9 Pro এর লঞ্চ ডেট জানিয়েছে। ওয়েবসাইটে কোম্পানির পক্ষ থেকে একটি টিজার ইমেজ শেয়ার করা হয়েছে যেখান থেকে জানা গেছে যে আগামী 5 নভেম্বর শাওমি চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে Mi CC9 Pro ফোনটি পেশ করবে। টিজার ইমেজ থেকে আরও জানা গেছে ওইদিন Mi CC9 Pro এর সঙ্গে Mi TV 5 Series এবং Xiaomi Smartwatch টেক জগতে আসতে চলেছে। 

108 মেগাপিক্সেলের ক‍্যামেরা

শাওমির এই টিজার ইমেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি শুধুমাত্র কোম্পানির নিজের নয় বরং গোটা টেক জগতের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা 108 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে Samsung এর ISOCELL Bright HMX সেন্সর দেওয়া হবে। এই সেন্সরে 100 মিলিয়ন পিক্সেল দেওয়া হয়েছে যা খুব বেশি আলো হ‌ওয়া সত্ত্বেও সুন্দর ফোটো ক‍্যাপচার করতে সক্ষম। স‍্যামসাঙের পেশ করা এই নতুন সেন্সর 1/1.33 ইঞ্চির যা বেশিরভাগ আলো শোষণ করার ক্ষমতা রাখে। 

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Note 8T, সামনে এল ফোনের রিয়েল ফোটো

ISOCELL Bright HMX এ Samsung Tetracell টেকনোলজি ব‍্যবহার করেছে। এক টেকনোলজি চারটি আলাদা আলাদা পিক্সেলকে একসাথে নিয়ে কাজ করে এবং চারটি ফোটো জুড়ে একটি ফোটো বানায়। একটি অবজেক্টে চারটি পিক্সেল কাজ করায় লো লাইটেও অসাধারণ ফোটো ক্লিক করা যায় এবং এক‌ই সঙ্গে ফোটোয় নয়েজ‌ও কম থাকার অবজেক্টের কালার খুব সুন্দর বোঝা যায়। এই ফোনে 5টি ক‍্যামেরা সেন্সর দেখা যাবে। 

আবার বেশি আলো থাকলে Samsung এর 108 Megapixel Camera Sensor কোম্পানির Smart-ISO মেকানিজমে কাজ করবে যা এই পদ্ধতিতে ISOCELL Bright HMX আলো কন্ট্রোল করে পিক্সেলের কোয়ালিটি বাড়ায়। স‍্যামসাঙের এই নতুন সেন্সর 6016 × 3384 পিক্সেল রেজলিউশনযুক্ত 6K ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এর সঙ্গে সঙ্গেই এই সেন্সর 30 FPS (Frame Per Second) স্পীডে শুট করতে পারে।

আরও পড়ুন : Apple iPhone SE2 এর কাজ শুরু হবে জানুয়ারিতে, মার্চ মাসে হবে সেল

স্পেসিফিকেশন

Mi CC9 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.4 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এছাড়া এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi CC9 Pro তে 20 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি 9 এম‌এম চ‌ওড়া হবে এবং এর ওজন 180 গ্ৰাম হবে। এতে মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এতে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকবে। লিক অনুযায়ী Mi CC9 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here